শেষ ম্যাচে বড় পরিবর্তন?
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের শেষ ম্যাচে সুযোগ দিতে পারে বাংলাদেশ। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এমনই ইঙ্গিত দিয়েছেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। এক ম্যাচ আগেই সিরিজ হেরে যাওয়ায় শেষ ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে বাংলাদেশ।

ফলে একাদশে সুযোগ পেতে পারেন হাসান মাহমুদসহ আরও কয়েকজন ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা এখনও নিশ্চিত নই, কীভাবে শেষ ম্যাচটিতে যাব। সম্ভবত রিজার্ভের কয়েকজনকে খেলানোর চেষ্টা করব, তবে আমাদের দরকার ভালভাবে ফিরে আসা এবং শেষ ম্যাচে জয় তুলে নেয়া।’
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কিছুটা লড়াই করেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে জয় পেতে ৫ উইকেট হারাতে হয় পাকিস্তানকে।
দ্বিতীয় ম্যাচে লড়াইয়ের কিছুই দেখা যায়নি বাংলাদেশের মধ্যে। এই ম্যাচেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি তারা। পাকিস্তানের সামনে মাত্র ১৩৭ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় মাহমুদউল্লাহরা। এই লক্ষ্য ২০ বল ও ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় বাবর আজমের দল।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়া: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।