২৪ ঘণ্টার ব্যবধানে আরেকটি বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম ম্যাচে ব্যাটিং করে গাদ্দাফি স্টেডিয়ামের সর্বনিম্ন সংগ্রহের বিব্রতকর রেকর্ড গড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই পথে হাঁটলো রিয়াদের দল। ৯ উইকেটে হারের এই ম্যাচে আরও কম রানের বিব্রতকর রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের।
প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ এটাই ছিল। ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তোলে। ফলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিব্রতকর রেকর্ডে নতুন করে নাম ওঠে বাংলাদেশের। পাশাপাশি ম্যাচটি ৯ উইকেটে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।
গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। গত বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে দাশুন শানাকার নেতৃত্বাধীন দল।
অবশ্য দুই ইনিংস মিলিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ডটি পাকিস্তানের দখলে। গত বছর প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেয়া ১৬৫ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১০১ রানে অলআউট হয় পাকিস্তান।
দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহটিও পাকিস্তানের। এবারও তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ওই সিরিজের তৃতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটে ১৩৪ রান করে স্বাগতিকরা।