promotional_ad

ছিটকে গেলেন আর্চার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শেষ দুই টেস্টে জফরা আর্চারকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়েছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ এবং শেষ টেস্টে দলে ফেরার সম্ভাবনা থাকলেও সেটা নিভে গেছে। জোহানেসবার্গ টেস্টেও তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।


কনুইয়ের চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে কেপ টাউন এবং পোর্ট এলিজাবেথ টেস্টে একাদশের বাইরে ছিলেন ইংলিশ ডানহাতি পেসার আর্চার। গত কয়েকদিনের অনুশীলনে আশাও জাগিয়েছিলেন শেষ টেস্টে ফেরান।



promotional_ad

শুক্রবার গা গরম করতে কয়েকটি বল করার পরই দলের চিকিৎসকের কাছে যান তিনি এবং জানান, একই জায়গায় ব্যাথা বাড়ছে তাঁর। এমন পরিস্থিতিতে আর্চারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ইংল্যান্ড।


ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেন, 'দুর্ভাগ্যবশত জফরা (আর্চার) থাকছে না। আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না সে পুরো ম্যাচ খেলতে পারবে। এটা তার জন্য হতাশাজনক। সে ফিরে আসতে অনেক কঠোর পরিশ্রম করছে।'

নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফর্মে ছিলেন না আর্চার। দুই টেস্ট মাত্র দুটি উইকেট পেয়েছেন তিনি, যেখানে তাঁর দিয়েছেন ১০৪.৫০ গড়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়ান এই পেসার। ম্যাচের তৃতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে ২৪ বছর বয়সী আর্চারের।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball