সাকিবের সার্ভিস মিস করছিঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে সাকিবের সার্ভিস মিস করছে বাংলাদেশ, জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জুয়াড়ির সঙ্গে যোগাযোগের তথ্য আইসিসিকে না জানিয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব। তাঁর এক বছরের পূর্ণ নিষেধাজ্ঞা শেষ হবে ২০২০ সালের অক্টোবরের শেষ দিকে। মাঝের এই সময় সাকিবকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।

সাকিব না থাকলেও পাকিস্তান সফরে কোনো বাঁহাতি স্পিনার নেয়নি বাংলাদেশ। তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দলে নিয়েছে তারা। বল হাতে পাকিস্তানের বিপক্ষে লাহোরে দুর্দান্ত ছিলেন বিপ্লব। যে কারণে অধিনায়কের প্রশংসায় ভাসছেন তিনি।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, 'সাকিব এখানে নেই। আমরা সাকিবের সার্ভিস মিস করছি। বিপ্লব ভালো করেছে। সে আমাদেরকে লড়াইয়ে রেখেছে। সঙ্গে পেসাররাও ভালো বল করেছে। আমাদের পেস বোলিং বিভাগ অভিজ্ঞ। তাই সবার ওপর বিশ্বাস আছে।'
সাকিব ছাড়াও পাকিস্তান সফরে নেই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। স্বভাবতই তাঁর অনুপস্থিতিও টের পাচ্ছে বাংলাদেশ।
গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে টপ অর্ডার ব্যাটসম্যানরা শক্ত ভিত গড়ে দিলেও মিডল অর্ডারের ব্যর্থতায় মাত্র ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে ম্যাচটি শেষ ওভারে ৫ উইকেটে জেতে পাকিস্তান।
বাংলাদেশের বোলাররা মাঝারি লক্ষ্যের ম্যাচটিকে জমিয়ে দেন। মন্থর উইকেটের কারণেই এমন স্বল্প রানের ম্যাচ হয়েছে বলে জানিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। বাংলাদেশ অধিনায়ক তো অবাকই হয়েছেন গাদ্দাফির উইকেটের আচরণ দেখে।