গাদ্দাফি স্টেডিয়ামে সর্বনিম্ন সংগ্রহ বাংলাদেশের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪১ রান সংগ্রহ করে সফরকারী বাংলাদেশ। গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ এটাই।
এর আগে টি-টোয়েন্টিতে গাদ্দাফি স্টেডিয়ামে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল শ্রীলঙ্কার। গত বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে দাশুন শানাকার নেতৃত্বাধীন দল।

অবশ্য দুই ইনিংস মিলিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ডটি পাকিস্তানের দখলে। গত বছর প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেয়া ১৬৫ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১০১ রানে অলআউট হয় পাকিস্তান।
দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহটিও পাকিস্তানের। আর এবারও তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ২০১৯ সালে লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ম্যাচে ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটে ১৩৪ রান করে স্বাগতিকরা।
গাদ্দাফি স্টেডিয়ামে সর্বোচ্চ দলীয় সংগ্রহের দিক থেকেও এগিয়ে আছে পাকিস্তান। ২০১৭ সালের সেপ্টেম্বরে বিশ্ব একাদশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে পাকিস্তান।