ভালো শুরুর পরও বাংলাদেশের মাঝারি সংগ্রহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে ১৪১ রান করেছে বাংলাদেশ। ধীরগতির শুরুর পর মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান না পাওয়ায় মাঝারি সংগ্রহে থামতে হয়েছে তাদের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। দেখেশুনে ইনিংসের সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও নাঈম শেখ। পাওয়ার প্লে'তে দুজন মিলে তুলেছেন ৩৫ রান।

এই দুজন ১১ ওভারে তোলেন ৭১ রান। ৩৪ বলে ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তামিম। তাঁকে রানআউট করে ধীরগতির এই জুটি ভাঙেন মোহাম্মদ রিজওয়ান।
তামিম ফেরার পর নাঈমের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন লিটন। ১৩ বলে ১২ রান করে রানআউটের শিকার হন লিটন। শাদাব খানের পরের বলে উড়িয়ে মারতে গিয়ে ফিরে যান নাঈমও। তিনটি চার ও দুটি ছক্কায় ৪১ বলে ৪৩ রান করেন তিনি।
এরপর আফিফ হোসেন (৯) ও সৌম্য সরকার (৭) ব্যর্থ হন। মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ বলে ১৯* রানে অপরাজিত থাকেন। সাত নম্বরে ব্যাটিংয়ে নামা মিঠুন করেন ৩ বলে ৫* রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৪১/৫ (২০ ওভার)
(নাঈম ৪৩, তামিম ৩৯; আফ্রিদি ১/২৩)