promotional_ad

মাহমুদউল্লাহ-তামিমের কাঁধে গুরুদায়িত্ব

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা চলছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। পারিবারিক কারণে পাকিস্তান সফরে যাচ্ছেন না উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দলের দুই সিনিয়র ক্রিকেটার পাকিস্তান সিরিজে না থাকায় এবার বাড়তি দায়িত্ব থাকবে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং ওপেনার তামিম ইকবালের ওপর। মানসিকভাবে এই প্রস্তুতি নিয়েই পাকিস্তান যাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।


বড় ইনিংস খেলে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন তামিম। অপরদিকে শেষপর্যন্ত ব্যাটিং করে দলের বড় রান নিশ্চিত করার তাড়নায় থাকেন মাহমুদউল্লাহ। দুজনই এবার দুজনের দায়িত্ব পালনে বাড়তি সতর্ক থাকবেন।



promotional_ad

মঙ্গলবার (২১ জানুয়ারি) মাহমুদউল্লাহ বলেন, 'আমি এবং তামিম- আমরা দুজনই ব্যক্তিগতভাবে অনুভব করি যে আমাদের দায়িত্ব বেশি থাকবে। টপ অর্ডারে তামিমের অভিজ্ঞতা অনেক বেশি কাজে আসবে। ও খুব ভালো ছন্দে আছে, রান করেছে এই বিপিএলে।


আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব যে আমার দায়িত্ব যেন ভালোভাবে পালন করতে পারি। আমার যে ভূমিকা থাকবে, শেষ পর্যন্ত ব্যাটিং করা- আমি ওই জিনিসটা করার চেষ্টা করব। আমি খেলাটাকে যত সামনে নিয়ে যেতে পারব ততো দলকে রান এনে দিতে পারব।'


এই সিরিজে তামিম ছাড়াও বাংলাদেশ দলে ওপেনার হিসেবে আছেন নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। বিপিএলে ইনিংস উদ্বোধনের অভিজ্ঞতা আছে আফিফ হোসেনের।



সবমিলিয়ে বাংলাদেশের স্কোয়াডে ওপেনার আছেন ছয় জন। গেল বিপিএলে রান পাওয়ায় ছন্দে আছেন সবাই। স্বভাবতই দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসবে এবার। দলের ক্রিকেটাররা এই ব্যাপারে অবগত, জানিয়েছেন মাহমুদউল্লাহ।


তিনি আরও বলেন, 'আমার মনে হয় যে সবারই দায়িত্ব থাকবে। অনেকের হয়তো ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতে পারে। তো এই জিনিসটা ওরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে বা চিন্তা করছে। আশা করব তারা এটার সাথে মানিয়ে নেবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball