স্কটল্যান্ড অচেনা হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়েকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকলেও নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ যুব দলের পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী জানিয়েছেন, স্কটল্যান্ডের সঙ্গে তাদের খেলার অভিজ্ঞতা নেই। ফলে প্রতিপক্ষ সম্পর্কে খুব বেশি ধরণা নেই বাংলাদেশের। তাই ভিডিও ফুটেজ দেখেই প্রতিপক্ষ বধের ছক কষছেন তারা।

মৃত্যুঞ্জয় বলেছেন, 'সবসময় আমরা জেতার লক্ষ্যই করছি। শেষ ম্যাচে আমরা ভালো খেলেছি। আমরা সেই ধারাবাহিকতাটা ধরে রাখার চেষ্টা করব। তাদের সঙ্গে খেলা হয়নি কিন্তু গতকাল আইসিসির পেইজে ওদের ব্যাটিং দেখেছি। তারা ভালো খেলেনি। আমরা অনেক আশাবাদী আমরা ভালো খেলছি।'
প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। যুবাদের অনেকেই এবার প্রথমবারের মতো এই বিশ্ব আসরে খেলার সুযোগ পেয়েছেন। তারা এই সুযোগটি কাজে লাগাতে চান যেকোনো মূল্যে।
এ প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেন, 'প্রথম ম্যাচে জয়ের পর অনুভূতি অবশ্যই ভালো। বিশ্বকাপ প্রত্যেকটা প্লেয়ার দুই বছর পর পর একবার পায়। প্রথম জয়টা ভালো ছিল আমাদের জন্য। সবাই ভালো পারফরম্যান্স করেছে আমাদের।'