দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস এবং ৫৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে জো রুটের দল।
ইনিংস হার এড়াতে পোর্ট এলিজাবেথে শেষ দিন দক্ষিণ আফ্রিকার আরও দরকার ছিল ১৮৮ রান। কিন্তু এই রান টপকাতে পারেনি প্রোটিয়ারা। প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড।

পঞ্চম দিনের শুরুতেই ফিরেছেন ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও এনরিক নর্টজে। এরপর শেষ উইকেটে ড্যান প্যাটারসনকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কেশভ মহারাজ।
এই দুজনে ১২ ওভারে যোগ করেছেন ৯৯ রান। মহারাজ ব্যক্তিগত ৭১ রানে রান আউট হলে ২৩৭ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আউট হওয়ার আগে ইংলিশ দলপতি রুটের এক ওভারে চার বাউন্ডারি ও দুই ছক্কায় নেন ২৮ রান তিনি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা সর্বোচ্চ রান এক ওভারে। এরফলে মহারাজ স্পর্শ করেন ব্রায়ান লারা ও জর্জ বেইলির রেকর্ড। মহারাজ ফিরে গেলেও প্যাটারসন অভিষেক টেস্টে ৪০ বলে ৬ চারে ৩৯ রান করে অপরাজিত থাকেন।
এই ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৯৯ রান করে ইনিংস ঘোষণা দেয় ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২০৯ রান করে ফলোঅনে পড়ে দক্ষিণ আফ্রিকা। ফলে তাদের আবারও ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড।