বিশ্বকাপে বাংলাদেশ যুবাদের উড়ন্ত সূচনা

ছবি: ছবি- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আকবর আলী, তৌহিদ হৃদয়রা। পচেফস্ট্রমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে জেতে বাংলাদেশের যুবারা।
শনিবার ম্যাচটির টস জেতে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তারা। আগে ব্যাটিংয়ে নেমে ২৮.১ ওভার খেলতেই বৃষ্টি বাধায় বন্ধ হয়ে যায় খেলা। সে সময় জিম্বাবুয়ের রান ছিল ৬ উইকেটে ১৩৭।
দীর্ঘ সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ২২ ওভারে ১৩১ রানের লক্ষ্য দাঁড়ায়। এই লক্ষ্য ১১.২ ওভারেই তাড়া করে ফেলে আকবরবাহিনী।

রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। বিধ্বংসী ব্যাটিং করা তানজিদ ১০ বলে ৩২ রান করে আউট হলে ২.১ ওভারে ৪১ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গে বাংলাদেশের।
এরপর ইমন এবং মাহমুদুল হাসান জয় মাঠ ছাড়েন দলের জয় নিশ্চিত করে। হাফ সেঞ্চুরি তুলে নেন ইমন। ৩৩ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। জয় অপরাজিত ছিলেন ২৬ বলে ৩৮ রান নিয়ে।
আগে ব্যাটিং করা জিম্বাবুয়েকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে প্রতিপক্ষের উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব, শরিফুল হোসেনরা।
বৃষ্টির আগ পর্যন্ত খেলা জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন মারুমানি। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন সাকিব, শরিফুল, মৃত্যুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান এবং শামীম হোসেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ঃ ২৮.১ ওভারে ১৩৭/৬ (মারুমানি ৩১, শুম্বা ২৮, তাউরাই ২*; শামীম ১/২৩, রকিবুল ১/১৯)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ১১.২ ওভারে ১৩২/১ (ইমন ৫৮*, জয় ৩৮*; মেয়ার্স ১/২৬)।