promotional_ad

সুযোগ পেতেই হবে এমন নয়ঃ মেহেদী

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন মেহেদী হাসান। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা প্লাটুনের হয়ে অসাধারণ পারফর্ম করা এই অলরাউন্ডার এমন খবরে খুশিতে হাওয়ায় ভাসছেন না। কোচের দিক নির্দেশনা অনুযায়ী পারফর্ম করতে মুখিয়ে আছেন তিনি।


দলে ডাক পাওয়ার পর ক্রিকফ্রেঞ্জিকে মেহেদী বলেছেন, ‘কিছুই মনে হচ্ছে না। একদম স্বাভাবিক। আমি যে রকম স্বাভাবিক থাকি সবসময়, ওরকমই আছি। এমন না যে সুযোগ পেতেই হবে এমন কিছু ছিল। আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি, তারাও আমাকে দলে যোগ্য মনে করে ডেকেছে।’



promotional_ad

সদ্য সমাপ্ত বিপিএলে ২৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার ১৩৬.০২ স্ট্রাইক রেটে, তিনটি হাফ সেঞ্চুরিসহ করেছেন ২৫৩ রান। ৬.৭৬ ইকোনমিতে বল হাতেও সফল ছিলেন ডানহাতি এই স্পিনার।


২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মেহেদীর। অভিষেকের ম্যাচে ব্যাট-বল হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। এবার বিপিএলে তিন নম্বর পজিশনে দুটি ম্যাচজয়ী ইনিংস খেলা মেহেদীর তেমন কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। কোচের পরিকল্পনা অনুযায়ী নিজের সেরাটা দিতে চান তিনি।


তিনি বলেন, ‘এমন কোনো পরিকল্পনা নেই আমার। কোচের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে চাই। কোচ যেভাবে বলবে বা টিম ম্যানেজমেন্ট যেভাবে বলবে, সেভাবেই খেলে যেতে চাই এবং পরিকল্পনা অনুযায়ী নিজের সেরাটা দিতে চাই।’



পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। একদিনের বিশ্রামের পর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের পরই দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।


বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।  
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball