promotional_ad

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে বিসিবির বৈঠক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস এখন ঢাকায়। দ্বিপাক্ষিক কিছু বিষয় আলোচনা করার জন্যে তিনি বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকও সেরে নিয়েছেন তিনি।


গত শুক্রবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলা উপভোগ করার জন্য রবার্টসকে দাওয়াত দেয় বিসিবি। সানন্দে সেই দাওয়াত গ্রহণ করেন রবার্ট।


বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচের সময় আমরা কেভিন রবার্টসকে আমন্ত্রণ জানিয়েছিলাম।



promotional_ad

কিন্তু ওই সময় তিনি ব্যস্ত থাকবেন। তাই বিপিএলের ফাইনাল দেখতে আমরা তাঁকে আমন্ত্রণ জানাই। তিনি বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।'


চলতি বছরের জুন-জুলাইতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। বিসিবির প্রধান নির্বাহীর কথা অনুযায়ী, সেই সিরিজ নিয়ে রবার্টসের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি।


কেননা সেই সিরিজটি আইসিসির ফিউচার ট্যুর পোগ্রামের (এফটিপি) একটি অংশ। বরঞ্চ অন্য একটি বিষয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। সিএ'র ক্রিকেট উন্নয়ন বিষয়ে তিন বছরের একটি প্রজেক্ট চলমান, যেখানে সম্প্রতি বাংলাদেশও একাত্মতা প্রকাশ করেছে।


নিজামউদ্দিন আরও বলেন, 'আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছি যে চলমান প্রজেক্টে কীভাবে আমরা তাদের সাহায্য আরও বেশি পেতে পারি।'



এফটিপি অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর করার কথা ছিল। কিন্তু বেশ কিছু কারণে সেই সফরটি বাতিল করেছে সিএ। সেই বিষয়ে রবার্টসের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নিজামউদ্দিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball