promotional_ad

বিশ্বকাপের আগেই ভিলিয়ার্সকে ফেরাতে চান ডু প্লেসি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকা দলে ফিরবেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসি এমনটাই জানিয়েছেন।


২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল ঘোষণা করে ফেলায় তাঁকে আর দলে নেয়নি দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা।



promotional_ad

এবার আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ডি ভিলিয়ার্সকে চাইছে দক্ষিণ আফ্রিকা। তিনিও ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে কবে ফিরবেন ডানহাতি এই ব্যাটসম্যান, সেটা এখনও নিশ্চিত করে জানাননি তিনি।


অবশ্য ভিলিয়ার্সকে বিশ্বকাপের আগে যেকোনো একটি সিরিজে খেলাতে চায় দক্ষিণ আফ্রিকা। এ প্রসঙ্গে ডু প্লেসি বলেন, ‘আমরা এটা নিয়ে কথা বলেছি এবং আমি তাকে (ডি ভিলিয়ার্স) ফিরে পেতে খুব আগ্রহী ছিলাম। এটা নতুন কোচিং স্টাফ যোগ দেয়ার আগেই। তারপর টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য পরের বছরটি কেমন হবে সেটার একটা প্রক্রিয়া ছিল। কতোগুলো ম্যাচ, কোথায়, কখন, কীভাবে হবে সেগুলো।’


‘এরপর তাকে ফিরে পেতে আমরা সবকিছু উন্মুক্ত করার চেষ্টা করেছি। সে ফিরতে ইচ্ছুক কিন্তু আমি জানি না কবে। আমি আপনাকে এই উত্তর দিতে পারব না। কারণ এখনও সেই সিদ্ধান্ত নেয়া হয়নি। কিন্তু একটি সিরিজে তাকে আমরা খেলায় ফিরে পেতে চাই।’ যোগ করেন ডু প্লেসি।



টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ১১টি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। যেখানে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের সিরিজ। এই তিন সিরিজের একটিতে ডি ভিলিয়ার্সকে দলে চাইছেন ডু প্লেসি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball