ছন্নছাড়া ব্যাটিংয়ে কিউইদের বিপক্ষে যুবাদের হার

ছবি: ছবি- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা। টপ অর্ডারের ব্যর্থতায় স্বল্প পুঁজি দাঁড় করায় আকবর আলীর দল। জবাবে ৪ উইকেটের জয় তুলে নেয় কিউইরা।
টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ২৯ ওভার ব্যাটিং করে ১১২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ২৯.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
অবশ্য অল্প পুঁজি নিয়েই লড়াই করেছেন বোলাররা। এর মধ্যেই কিউইদের ৬ উইকেট তুলে নেন তানজিদ হাসান, রকিবুল হাসানরা। নিয়মিত বিরতিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সাজঘরে পাঠাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। ৬৩ রানে নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নেন তানজিদ, রকিবুল, শরিফুল।
এরপর সপ্তম উইকেট জুটি আর ভাঙতে পারেননি তাঁরা। জেসি ট্যাসকফ এবং কুইন সানডের অভেদ্য জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ট্যাসকফ দলটির হয়ে সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তানজিদ। তিনি নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া ২ উইকেট পান রকিবুল।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। সম্পূর্ণ ব্যর্থ ছিলেন উপরের সারির চার ব্যাটসম্যান। যেখানে তিনজনই আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। একজন করেছেন মাত্র ২ রান।
এরপর তৌহিদ হৃদয়, অধিনায়ক আকবর আলী এবং অলরাউন্ডার শামিম হোসেনের লড়াইয়ে ১১২ রান করে বাংলাদেশের যুবারা। সর্বোচ্চ ৩৬ রান করেন হৃদয়। এ ছাড়া আকবর ২৩ এবং শামিম ২০ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন জোয়ে ফিল্ড। অশোক নেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ২৯ ওভারে ১১২/১০ (হৃদয় ৩৬, আকবর ২৩; ফিল্ড ৪/৩৫, অশোক ৩/৩৫)।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলঃ ২৯.৩ ওভারে ১১৫/৬ (ট্যাসকফ ৪১*, মারিউ ৩২; তানজিদ ৩/৩০, রকিবুল ২/৩৯)।