শূন্যের রেকর্ডে শীর্ষে বিজয়

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন এনামুল হক বিজয়। চলমান বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শূন্য রানে ফিরে যান বিজয়।
আর তাতেই শূন্যের রেকর্ডের শীর্ষে পৌঁছে যায় তাঁর নাম। লজ্জার এই রেকর্ডে এতদিন শীর্ষে ছিলেন ইমরুল কায়েস। তাঁর শূন্যের সংখ্যা ১০টি। তাঁকে ছাড়িয়ে যাওয়া বিজয়ের শূন্য সংখ্যা ১১টি।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন সাব্বির রহমান। চলমান বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলা সাব্বির মোট নয়বার শূন্য রানে ফিরেছেন।
লজ্জার এই রেকর্ডে নাম আছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। বিপিএলে চারবার শিরোপা জেতা মাশরাফি আটবার শূন্য রানে ফিরেছেন।
তালিকার পাঁচ নম্বরে আছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। সাতবার শূন্য রানে ফিরেছেন তিনি। মোহাম্মদ মিঠুনও সমানসংখ্যক ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। তালিকায় থাকা বাকি ক্রিকেটারদের মধ্যে আর কেউই সাতবার শূন্য রানে আউট হননি।
