promotional_ad

বিধ্বংসী স্টয়নিসে রেকর্ডের পাতা ওলটপালট

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান বিগ ব্যাশ লিগে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। দুর্দান্ত ব্যাটিং করে অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টুর্নামেন্টের রেকর্ডের পাতা ওলটপালট করে দিয়েছেন এই অলরাউন্ডার। বিগ ব্যাশের ব্যক্তিগত সর্বোচ্চ রান এখন তাঁর দখলে।


রবিবার (১২ জানুয়ারি) সিডনি সিক্সার্সের বিপক্ষে এই রেকর্ড গড়েন মেলবোর্ন স্টার্সের ডানহাতি এই ওপেনার। ৭৯ বল খেলে ১৪৭ রানে অপরাজিত ছিলেন স্টয়নিস।



promotional_ad

যেখানে ১৩টি চার এবং ৮টি ছক্কা মেরেছেন তিনি। এখন পর্যন্ত বিগ ব্যাশ ইতিহাসে এটিই কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।


এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন ডারসি শর্ট। ২০১৮ সালের বিগ ব্যাশে ব্রিসবেন হিটের বিপক্ষে ৬৯ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন হোবার্ট হ্যারিকেন্সের বাঁহাতি এই ব্যাটসম্যান।


স্টয়নিসের ঝড়ো এই ইনিংসে ভর করে এক উইকেটের বিনিময়ে ২১৯ রান করে মেলবোর্ন স্টার্স। যা বিগ ব্যাশ ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।



২০১৭ সালে হোবার্ট হ্যারিকেন্স এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচে বিগ ব্যাশের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড দুটি হয়। ম্যাচটিতে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ২২২ রান সংগ্রহ করে রেনেগেডস।


২২৩ রানের পাহাড়সম এই লক্ষ্য তাড়া করে ২ উইকেট হাতে রেখে জেতে হ্যারিকেন্স। বিগ ব্যাশ ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জেতে দলটি এবং দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটিও নিজেদের করে নেয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball