সমশক্তির দুই দল মুখোমুখি
ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালস। সোমবার (১৩ জানুয়ারি) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ টায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের শেষ ম্যাচে দুটো দলই জয় পেয়েছে। খুলনা হারিয়েছে ঢাকা প্লাটুনকে, রাজশাহী হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। বিপিএল পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের শক্তিও যেন সমানে সমান।
খুলনার টপ অর্ডারে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো ও মুশফিকুর রহিম। অপরদিকে রাজশাহীর টপ অর্ডারে আছেন লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক ও রবি বোপারার মতো ক্রিকেটাররা।

দুই দলের অবস্থান নিয়ে ফাইনাল ম্যাচের আগের দিন রাজশাহীর অলরাউন্ডার অলক কাপালি বলেন, 'টপ অর্ডারে আমাদের দল বলেন, ওদের দল বলেন, দুই দলই সমান সমান। মাঠে কে কতোটুকু কি খেলে, ওটার উপরে আরকি জয় পরাজয় নির্ভর করবে।'
এই ম্যাচে যে দল হারবে সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে আবারো খেলতে পারবে। এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। যদিও সুযোগ আছে পরবর্তীতে, তবুও প্রথম কোয়ালিফায়ারেই জয় চান কাপালি।
'আমার কাছে যেটা মনে হয়, যাদের দেশীয় ক্রিকেটার ভালো খেলবে, তাঁরা ম্যাচ জিতবে। তো আমার কাছে মনে হয় যে প্রথমেই যদি জিতে যাওয়া যায় সেটা ভালো। যে সুযোগটা আছে, সেটা কিন্তু পরে। হাতে আছে আরকি। আমার কাছে মনে হয় প্রথমে জিতে গেলে একটু ভালো আরকি।'
একই লক্ষ্যের কথা বলেছেন খুলনার ওপেনার নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, 'আমরা যদি পরের ম্যাচটি জিতি, অবশ্যই ফাইনালে যাবো। এখনো অতো দূরে চিন্তা করছি না। শুধু পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। ওই ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাহলে ফাইনালে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।'
খুলনা টাইগার্স স্কোয়াডঃ মুশফিকুর রহিম (অধিনায়ক) , শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, হাশিম আমলা, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মাদ আমির, নাজিবউল্লাহ জাদরান ও রহমতউল্লাহ গুরবাজ।
রাজশাহী রয়্যালস স্কোয়াডঃ আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুককুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ইরফান ও শোয়েব মালিক।