promotional_ad

মাঠে নামছেন অজি কিংবদন্তিরা!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ম্যাচটিতে দুই দলের অধিনায়ক হিসেবে থাকবেন শেন ওয়ার্ন এবং রিকি পন্টিং।


আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং মাইকেল ক্লার্কের মতো কিংবদন্তিরা খেলবেন এই ম্যাচে। খেলতে না পারলেও স্টিভ ওয়াহ এবং মেল জোন্স ম্যাচটির সঙ্গে যুক্ত থাকবেন।



promotional_ad

ম্যাচটির ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। একই দিনে তিনটি ম্যাচ আয়োজিত হবে অস্ট্রেলিয়ায়। মেয়েদের কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ম্যাচে এদিন মেলবোর্নে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ভারত। বিগ ব্যাশ ফাইনালও অনুষ্ঠিত হবে এদিন।


আগামী ৩১ জানুয়ারি ম্যাচটির ভেন্যু চূড়ান্ত করবে সিএ। তিনটি ম্যাচ থেকে অর্জিত অর্থ অস্ট্রেলিয়ান রেড ক্রিসেন্ট ডিজাস্টার রিলিফ এন্ড রিকোভারি ফান্ডে জমা হবে।


এমন একটি ম্যাচ আয়োজন করতে পেরে আনন্দিত ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তিনি বলেন, 'বুশফায়ার ক্রিকেট ব্যাশ নিশ্চিত করতে পেরে আমি আনন্দিত। দাবানলের ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম প্রচেষ্টা।'



ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিডনি টেস্টে প্রতি উইকেটের জন্য ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করেছিল অজি বোলিং বিভাগ। এ ছাড়া বিগ ব্যাশে ক্রিকেটাররা প্রতিটি ছক্কা এবং উইকেটের জন্যও অর্থ দান করেছে।


নিজের ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে তুলে অনেক বড় ভূমিকা রেখেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ওয়ার্ন। তাঁর টেস্ট ক্যাপটি শেষ পর্যন্ত বিক্রি হয়েছিল ১০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball