promotional_ad

অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন স্টিভ ওয়াহ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের নিয়ে পুরো শক্তির দল নিয়ে ভারতে এসেছে অজিরা। তবু সফরকারীদের সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।


দলের দুই তারকা ব্যাটসম্যান স্মিথ-ওয়ার্নারকে ছাড়াই গত বছরের মার্চে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জেতে অজিরা। এবার দলের সঙ্গে এসেছেন এই দুই বিশ্বমানের ব্যাটসম্যান। তারপরও ঘরের মাঠে বিরাট কোহলি, রোহিত শর্মাদেরই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।



promotional_ad

স্টিভ ওয়াহ বলেন, 'দুই দলই দারুণ ক্রিকেট খেলে। বিশ্বের সেরা দুটো দলের লড়াই দেখতে পাব আমরা। এ বার অস্ট্রেলিয়ায় ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ আছে। মার্নাস ল্যাবুশেনের মতো ব্যাটসম্যান উঠে এসেছে।'


'গতবার ভারতের মাটি থেকে সিরিজ জিতে ফিরেছে অস্ট্রেলিয়া। যেটা বাড়তি আত্মবিশ্বাস দেবে। ওই সিরিজ জয়ের পর থেকে অ্যারন ফিঞ্চরা বিশ্বাস করতে শুরু করে, ওরা যে কোনও দলকে হারাতে পারে। কিন্তু এর পরেও বলব, ভারতের মাটিতে ভারতই এগিয়ে শুরু করবে।' যোগ করেন তিনি।


বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল ভারত। কিন্তু ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। তবে স্টিভ ওয়াহর বিশ্বাস, ভারতের শিরোপা জেতা এখন শুধু মাত্র সময়ের ব্যাপার। 



অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক স্টিভ ওয়াহ বলেন, 'বড় প্রতিযোগিতা জেতা সোজা কথা নয়। তবে ভারতের অবশ্যই সেই সব ট্রফি জেতার ক্ষমতা আছে। যে কোনো প্রতিযোগিতায় ফেভারিট দলের মধ্যে ভারত থাকবেই। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা, আপনাদের ধৈর্য ধরতে হবে। ভারতের আবার বড় কোনো প্রতিযোগিতা জেতা স্রেফ সময়ের অপেক্ষা।'


আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ ১৭ এবং ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball