promotional_ad

প্লে অফে কাদের প্রতিপক্ষ কারা?

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।


বিপিএলে গত শনিবার (১১ জানুয়ারি) প্লে অফে ওঠা চারটি দলেরই খেলা ছিল। গ্রুপ পর্ব শেষে দলগুলোর অবস্থান পয়েন্ট টেবিলের কোথায় থাকবে সেটা নির্ধারণের জন্য শনিবারের দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


১১ ম্যাচে শেষে আটটি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের বিপক্ষে খেলতে নামা রাজশাহী রয়্যালস ১১ ম্যাচে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে ছিল।



promotional_ad

সমান জয় নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ছিল মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। নেট রান রেটে ঢাকা ও রাজশাহী থেকে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে ছিল খুলনা টাইগার্স।


রাজশাহী-চট্টগ্রামের ম্যাচে সহজ জয় পায় আন্দ্রে রাসেলের রাজশাহী। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে তাঁরা। এরপরের ম্যাচে ঢাকাকে হারায় খুলনা।


একইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় খুলনা। দুইয়ে নেমে যায় রাজশাহী। তিন ও চার নম্বরে যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকা।


১৩ জানুয়ারি দিনের ম্যাচটি বিপিএলের এলিমিনেটর ম্যাচ ও সন্ধ্যার ম্যাচটি প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এলিমিনেটরে যে দল জিতবে তাঁরা প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। আর যে দল এলিমিনেটরে হারবে তাদের বিপিএল যাত্রা শেষ হয়ে যাবে।



পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা চট্টগ্রাম ও ঢাকা খেলবে এলিমিনেটর। অপরদিকে শীর্ষ দুইয়ে থাকা খুলনা ও রাজশাহী খেলবে প্রথম কোয়ালিফায়ার।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball