promotional_ad

সেঞ্চুরির কৃতিত্ব সুজনকে দিলেন শান্ত

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে অসাধারণ একটি সেঞ্চুরি হাকিয়ে দল জিতিয়েছেন নাজমুল হোসেন শান্ত। খুলনার এই ওপেনার সেঞ্চুরির পেছনে খুলনার দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজনের অবদানের কথা স্বীকার করেছেন।


ম্যাচটিতে শান্ত করেছেন ৫৭ বলে ১১৫* রান। ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছক্কার মার। তাঁর এই সেঞ্চুরিতে ২০৫ রানের বিশাল সংগ্রহ তাড়া করেছে খুলনা।



promotional_ad

ম্যাচ শেষে শান্ত বলেন, 'শেষ দুই মাসের কথা যদি চিন্তা করি তাহলে একজন মানুষের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন খালেদ মাহমুদ সুজন স্যার। আরেকজন আমাদের কুমিল্লা ওয়ারিয়র্সের সোহেল স্যার, যিনি কোচ ছিলেন। এই দুজন আমার ওপর সবসময় বিশ্বাস রেখেছেন সবসময়।


আমাকে বলেছেন, 'তুই কী প্লেয়ার বা তুই কীভাবে খেলতে পারিস আমাদের সেই বিশ্বাসটি আছে।' এই দুজন যেভাবে আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে বা এখনো যেভাবে সমর্থন করে এইটা আমার ব্যাটিংয়ে খুব সাহায্য করেছে। যেরকম হচ্ছে, আমিও পারি। সেই বিশ্বাস আমার কাছে এসেছে।'


আসরের শুরুতে বাঁহাতি এই ব্যাটসম্যান চার ইনিংসে করেন যথাক্রমে ৪, ০, ১ ও ০ রান। এরপর সুজনের অনুপ্রেরণায় ঘুরে দাঁড়াতে সক্ষম হন তিনি। পরের পাঁচটি ইনিংসে তাঁর রান ৩০, ৪১, ৩৮, ১ ও ১১৫* রান।



শান্ত আরও বলেন, 'প্রথম চারটি ম্যাচে আমি কোনো রানই করিনি। আমার যখন আসরের শুরুতে চারটি ম্যাচ খারাপ গেল, তখন সুজন স্যার এসে আমাকে বলল যে তুই এই দলের মূল সারির ক্রিকেটার। এই ধরনের কথায় আমি অনেক অনুপ্রানিত হয়েছি। এই কারণে আজকে হয়তো এই ইনিংস খেলতে পেরেছি।


উনি সবসময় আমাকে মানসিকভাবে সাপোর্ট করেন। এরকম না যে ব্যাটিংয়ে স্কিল অনুযায়ী আমাকে এটা সেটা দেখিয়ে দেন...উনি সবসময় আমাকে বলেন 'তুই অনেক ভালো প্লেয়ার, তোকে অনেক দেখেছি।' সবসময় অনুপ্রেরণা যোগায় এসব কথা। ইতিবাচক কথা বলেন তিনি, সবসময় ওই আত্মবিশ্বাস আমাকে দেন।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball