দিনের সেরাঃ নাজমুল হোসেন শান্ত

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাট হাতে ফর্মে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (১১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান এই বাঁহাতি।
শান্তর টি-টোয়েন্টি ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরিতে ঢাকার দেয়া ২০৬ রানের বিশাল লক্ষ্য সহজেই তাড়া করে খুলনা। ৮ উইকেটের বিশাল জয় পায় দলটি।

৫১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি শান্ত। ৫৭ বলে ১১৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছে তিনি। যেখানে ৮ চার এবং ৭ ছক্কা মেরেছেন তিনি।
শান্তর সেঞ্চুরিটি চলমান বিপিএলের তৃতীয় সেঞ্চুরি। এর আগে সিলেট থান্ডারের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার এবং কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক ডেভিড মালান সেঞ্চুরি করেন। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এটি এবারের আসরে প্রথম।
বিপিএল ইতিহাসে পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন শান্ত। এর আগে সেঞ্চুরি করেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান ও তামিম ইকবাল।
একই সঙ্গে শান্তর সেঞ্চুরিটি বিপিএল ইতিহাসের ২১তম এবং তিনি ১৬তম ব্যাটসম্যান হিসেবে এই সেঞ্চুরি হাঁকিয়েছেন।