মাশরাফির হাতে চৌদ্দ সেলাই!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাঁহাতে গুরুতর চোট পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যে কারণে তাঁর হাতে চৌদ্দটি সেলাই দিতে হয়েছে, ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসানুল্লাহ হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকা প্লাটুনের উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ও জানিয়েছেন এমনটা।
শনিবার (১১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় এই চোট পান ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের ১১তম ওভারে এই ঘটনা ঘটে।

খুলনার বাঁহাতি ব্যাটসম্যান রাইলি রুশোর সজোরে মারা বলটি ঝাপিয়ে পড়ে ক্যাচ লুফে নিতে চেয়েছিলেন কাভারে ফিল্ডিংয়ে থাকা মাশরাফি। বলটি হাত ফসকে বেরিয়ে যার তাঁর। জীবন পান রুশো, কিন্তু মারাত্মক চোট পান মাশরাফি।
সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যায়, বাঁহাতের মাঝ বরাবর হাত অনেকটা কেটে গেছে মাশরাফি। সেখানে ১৩-১৪টি সেলাই দিতে হয়েছে।
ম্যাচ শেষে বিজয় বলেন, 'মাশরাফি ভাইয়ের হাতের খুব খারাপ অবস্থা। ১০টার বেশি (১৪টি) সেলাইয়ের মতো দেয়া হয়ে ওনার হাতে।'
মাশরাফি উঠে যাওয়ার পর ঢাকা প্লাটুনের অধিনায়কত্ব করেন তামিম ইকবাল।