বিয়ে লিটনকে পরিণত করেছে

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন লিটন দাস। টানা দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেছেন রাজশাহী রয়্যালসের ওপেনার। দেখেশুনে খেলে দলকে জয়ে এনে দিতে তিনি রাখছেন বড় ভূমিকা। লিটন জানিয়েছেন, এসব করতে পারছেন পরিণত হওয়ার কারণে। বিয়ে করার পরই নিজেকে পরিণত অনুভব করা শুরু করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
২০১৯ সালের বিশ্বকাপ থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেন লিটন। ২৪ বছর বয়সে শুভ কাজটি সেরে ফেলেন বাংলাদেশের টপ অর্ডার এই ব্যাটসম্যান। এরপর থেকেই নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছেন লিটন, নিজের খেলায় এনেছেন পরিবর্তন।

চলমান বিপিএলে দেখা যাচ্ছে পরিণত লিটনকে। ইতোমধ্যে টুর্নামেন্টে ৩ হাফ সেঞ্চুরিতে ৪২২ রান করেছেন এই ডানহাতি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি।
আগে আগে বিয়ে করে নিজেকে ভাগ্যবান ভাবছেন লিটন। তিনি বলছেন, ‘বেশি ম্যাচ আর ইনিংস খেললে পরিপক্বতা আসা স্বাভাবিক। একই সঙ্গে আমি একটু ভাগ্যবান খুব কম বয়সে বিয়ে করে ফেলেছি। বিয়ে জিনিসটা আমার বুঝ-শক্তি হয়তো একটু বাড়িয়ে দিয়েছে। আমি এটা এভাবে অনুভব করি। জানি না কে কীভাবে দেখে।’
২০১৫ সালে বাংলাদেশের দলের তিন ফরম্যাটেই অভিষেক হয় লিটনের। কিন্তু যে প্রতিভা নিয়ে দলে এসেছিলেন তিনি, পরের দুই বছ??? তেমন কিছুই করে দেখাতে পারেননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। সে সময়ই নিজেকে পরিণত করার কাজটা করেছেন লিটন।
বিয়ে করে এখন পুরোপুরি নিজেকে পরিণত ভাবছেন ডানহাতি এই ব্যাটসম্যান। লিটন বলেন, ‘আমি যখন ১৬-১৭ সালে খারাপ ক্রিকেট খেলেছি, আমি তখন জাতীয় দলের বাইরে ছিলাম। সেই সময়টায় কিছুটা পরিণত হয়েছি। আমি কখনও অফ ফর্মে থাকিনি। ওই জায়গাটায় আমি অনেক ঠেকেছি এবং শিখেছি। ওই জায়গাটায় আমার পরিপক্বতার মাত্রা বেড়েছে।’