শীর্ষ দুইয়ে থাকার মিশনে মাশরাফি-মুশফিকরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনা টাইগার্স এবং ঢাকা প্লাটুন দুই দলই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ নিশ্চিত করেছে। পয়েন্ট টিবিলের শীর্ষ দুইয়ে থাকার মিশনে সোমবার তারা একে অপরের মুখোমুখি হচ্ছে।
মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে দুই নম্বরে অবস্থান করছে খুলনা। সমান সংখ্যক ম্যাচে সমান জয়ে তিন নম্বরে আছে ঢাকা প্লাটুন।
দুই দলেরই লক্ষ্য থাকবে যেভাবেই হোক শীর্ষ দুইয়ে জায়গা ধরে রাখা। আরণ বিপিএলের নিয়ম অনুযায়ী শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পায়। সেখানে জিতলেই ফাইনাল খেলতে পারে তারা।

প্রথম কোয়ালিফায়ারে হারা দল অবশ্য এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পায় সেখানে জিতলেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে দলটি। ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জানিয়েছেন শীর্ষ দুইয়ে থাকার লক্ষ্যের কথা।
তিনি বলেছেন, 'এক-দুইয়ে থাকলে শেষ ম্যাচে অনেক টেন্স ফ্রি থাকা যায় বা কম্বিনেশন ঘুরিয়ে ফিরিয়ে দেখা যেত। আমাদের যে জায়গাটা ৩ বা চারে আমরা কি করতে পারি। এখানে হয়তো বা চিন্তা করা যেত।'
বিপিএলের শুরু থেকেই মিডল অর্ডার নিয়ে ধুঁকছে ঢাকা প্লাটুন। এলিমিনেটরের আগে এই ম্যাচ দিয়ে নিজেদের মিডল অর্ডার ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে ঢাকা। খুলনা অবশ্য ব্যাটে বলে দারুণ ধারাবাহিক। তাদের লক্ষ্য থাকবে ধারাবাহিকতা রক্ষা করা।
ঢাকা প্লাটুন স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকির আলী, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আহমেদ শেহজাদ, ফাহিম আশরাফ, আসিফ আলী, লুইস রিস ও শহীদ আফ্রিদি।
খুলনা টাইগার্স স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো, রবি