টেস্টের এক নম্বর ব্যাটসম্যান ল্যাবুশেন!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মার্নাস ল্যাবুশেনকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক ওয়াহ। টেস্ট ফরম্যাটে বর্তমান বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে ল্যাবুশেনকে তকমা দিয়েছেন তিনি।
লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ল্যাবুশেন। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের পর অ্যাশেজ সিরিজে স্টিভেন স্মিথের কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ২৫ বছর বয়সী ল্যাবুশেনকে।

গত বছর ছিল ল্যাবুশেনের ক্যরিয়ারের স্বর্ণালী সময়। টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বছর শেষ করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ডবল সেঞ্চুরি করেছেন তিনি।
মার্ক ওয়াহর বিশ্বাস, সীমিত ওভারের ক্রিকেটেও নিজের সামর্থ্য দেখাবেন ল্যাবুশেন। অস্ট্রেলিয়া হয়ে ১২৮ টেস্ট খেলা এই সাবেক তারকা বলেন, 'সে (মার্নাস ল্যাবুশেন) এখন সম্ভবত ক্রিকেট বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান, যদিও টেস্ট ফরম্যাটে। আমি মনে করি সে এই পারফরম্যান্স সাদা বলের ক্রিকেটেও দেখাবে।'
ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন ল্যাবুশেন। এই সিরিজ দিয়েই ওয়ানডে অভিষেক হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন এই ডানহাতি। মার্ক ওয়াহ ওয়ানডে ফরম্যাটে ল্যাবুশেনের ব্যাটিং অর্ডারও ঠিক করে দিয়েছেন।
তিনি বলেন, 'আমার মনে হয় সে প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে ব্যাটিং করবে। আপনি ফিঞ্চ এবং ওয়ার্নারকে ওপেনিং করান। এরপর স্টিভেন স্মিথকে তিন নম্বরে নামিয়ে ল্যাবুশেনকে চার নম্বরে নামান। সে এই জায়গায় জন্য উপযুক্ত ব্যাটসম্যান। কারণ সে স্পিন ভালো খেলে।'
২০১৮ সালে টেস্ট অভিষেক হয়েছে ল্যাবুশেনের। ২০১৯ সালের শুরুতে টেস্ট র্যাঙ্কিংয়ে ১১০ নম্বরে থাকা অজি টপ অর্ডার এই ব্যাটসম্যান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে ল্যাবুশেন!