টেস্টে অনেক এগিয়েছে বাংলাদেশঃ রাজিন সালেহ

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ক্রিকেটে ১৯ বছর পার করে ২০ বছরে পা দিয়েছে বাংলাদেশ। এই সময়ে দীর্ঘ পরিসরের এই ফরম্যাটে সাফল্য-ব্যর্থতা দুই দিকই দেখেছে দলটি। তবে টেস্ট ক্রিকেটে আগের তুলনায় অনেক এগিয়েছে বাংলাদেশ, মনে করছেন দলটির সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।
যদিও বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স নিয়ে সমালোচনার শেষ নেই। বিশ্বের অন্যান্য দেশ যেখানে টেস্টে দিন দিন উন্নতি করছে, বাংলাদেশের উন্নতি তুলনামূলকভাবে অনেক কম। যদিও এটা মানতে রাজি নন বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট খেলা রাজিন সালেহ।

১৮৭৭ সাল থেকে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ভারত টেস্ট খেলছে ১৯৩২ সাল থেকে। এই দেশগুলোর তুলনায় ২০০০ সালে টেস্ট শুরু করা বাংলাদেশকে শিশু বলাই যায়। টেস্ট ক্রিকেটের প্রবীণ এই দেশগুলোর উদাহরণ টেনেছেন রাজিন সালেহ। তাঁর মতে, যত সময় যাবে টেস্টে তত ভালো করবে বাংলাদেশ।
শুক্রবার (১০ জানুয়ারি) মিরপুরে রাজিন সালেহ বলেন, 'দেখেন ভারত কত বছর টেস্ট খেলেছে? অস্ট্রেলিয়া কত বছর টেস্ট খেলেছ? আমরা মাত্র ১৫ বছর (২০ বছর) টেস্ট খেলেছি। আর এখন বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিং দেখেন। আমরা আগে কোথায় ছিলাম আর এখন কোথায়? বাংলাদেশ অনেক এগিয়েছে। আমি আশা করি আগামীতে বাংলাদেশ টেস্টে অনেক ভালো করবে এবং আরও এগোবে। আমি মনে করি এখনই অনেক এগিয়েছে।'
অবশ্য বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সে সন্তুষ্ট নন রাজিন সালেহ। তবে তাঁর বিশ্বাস, বর্তমান ক্রিকেটার এবং ক্রিকেট পরিচালকরা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য কাজ করছেন।
৩৬ বছর বয়সী রাজিন সালেহ বলেন, 'ভারতের বিপক্ষে যে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ, সেখানে একটু বেশি খারাপ খেলে ফেলেছে। আমি মনে করি টেস্টে আরও এগোনো উচিত বাংলাদেশের। খেলা আরও উন্নতি করা উচিত এবং আমি মনে করি সামনে খেলোয়াড়রা সেটা করতে পারবেন ও ম্যানেজমেন্টও তা নিয়ে চিন্তা ভাবনা করছে।'
২০০০ সালে টেস্ট শুরু করলেও বাংলাদেশ জয়ের স্বাদ পেয়েছে ২০০৫ সালের ১০ জানুয়ারি। সেই দলের সদস্য ছিলেন রাজিন সালেহ। এবারের বিপিএলে রাজশাহী রয়্যালসের সহকারী কোচ হিসেবে কাজ করছেন তিনি।