promotional_ad

কুমিল্লার শেষ সুযোগের ম্যাচে প্রতিপক্ষ মুশফিকবাহিনী

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) শেষ চারে ইতোমধ্যে এক পা দিয়ে আছে খুলনা টাইগার্স। প্লে অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য শেষ সুযোগ পাচ্ছে কুমিল্লা ওয়ারিয়র্স। শুক্রবার (১০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হতে  যাচ্ছে এই দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি।


এবারের বিপিএলে ইতোমধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস এবং ঢাকা প্লাটুন প্লে অফ নিশ্চিত করেছে। বাকি একটি দল কারা, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দৌড়ে এগিয়ে আছেন মুশফিকুর রহিম, রাইলি রুশোরা।


১০ ম্যাচ খেলা দলটির পয়েন্ট ১২। কুমিল্লার বিপক্ষে ম্যাচ ছাড়াও আরও একটি সুযোগ রয়েছে খুলনার। তবে ডেভিড মালানের দলের এটাই শেষ সুযোগ। যদিও এখানেও রয়েছে বড় হিসাব-নিকাশ। ১১ ম্যাচ খেলে ৫ জয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে কুমিল্লা। খুলনা থেকে নেট রানরেটেও পিছিয়ে তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনাকে বিশাল ব্যবধানে হারাতে হবে কুমিল্লার।



promotional_ad

সঙ্গে খুলনাকে তাদের পরবর্তী ম্যাচও হারতে হবে বড় ব্যবধানে। এমন পরিস্থিতিতে এখনও কিছুটা আশা রয়েছে সৌম্য সরকার, সাব্বির রহমানদের। আর শুক্রবারের ম্যাচটিতে কুমিল্লাকে হারিয়ে দিলে সরাসরি শেষ চারে পৌঁছে যাবে খুলনা।


ম্যাচটিতে আত্মবিশ্বাসের দিকে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে মুশফিকরা। গত দেখায় কুমিল্লাকে ৩৪ রানে হারিয়েছিল খুলনা। একই সঙ্গে এই ম্যাচ হারলেও আরেকটা সুযোগ পাচ্ছে খুলনা, যে কারণে কিছুটা চাপমুক্ত থেকেই মাঠে নামবে তারা। অবশ্যই কুমিল্লা হারিয়ে প্লে অফ নিশ্চিত করে স্বস্তিতে থাকতে চাইবে মুশফিকবাহিনী।


শুক্রবারের গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস অনেক বড় ভূমিকা পালন করবে। দিনের দ্বিতীয় ম্যাচ হওয়ায় শিশিরের চিন্তা থাকবে দুই দলের মাথায়ই। তাই টস জেতা দল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেই বেশি আগ্রহ দেখাবে।


কুমিল্লার বিপক্ষে উইনিং কম্বিনেশন নিয়েই নামার সম্ভাবনা রয়েছে খুলনার। একাদশের টপ অর্ডারে পরিবর্তন আনতে পারে কুমিল্লা। ভ্যান জাইলকে বসিয়ে উপুল থারাঙ্গাকে আরও একবার সুযোগ দিতে পারে তারা। 



কুমিল্লা ওয়ারিয়র্স সম্ভাব্য একাদশঃ ডেভিড মালান (অধিনায়ক), সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, মুজিব উর রহমান, ডেভিড ভিসে, উপুল থারাঙ্গা/ ভ্যান জাইল।


খুলনা টাইগার্স সম্ভাব্য একাদশঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব/ আলিস আল ইসলাম, শামসুর রহমান শুভ, মেহেদি হাসান মিরাজ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, রবি ফ্রাইলিঙ্ক, রাইলি রুশো, নাজিবুল্লাহ জাদরান/ হাশিম আমলা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball