রেকর্ড মূল্যে বিক্রি হলো ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রেকর্ড পরিমাণ অর্থে বিক্রি হয়েছে শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপ। অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে নিজের ঐতিহ্যবাহী এই ক্যাপটি নিলামে তোলেন ওয়ার্ন। এরপর বিশ্ববাসীর কাছে দারুণ সাড়া পান তিনি।
শেষ পর্যন্ত কিংবদন্তি এই লেগ স্পিনারের ব্যাগি গ্রিন ক্যাপটি বিক্রি হয়েছে ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৫ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৬৭৭ টাকা। এর ফলে স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ডও ভেঙে দিয়েছে ওয়ার্নের ক্যাপ। এর আগে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি হয় সোয়া ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে।

নিলামে ক্যাপটি বিক্রি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় ওয়ার্ন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিলামে আপনারা অংশ নিয়েছেন। শেষপর্যন্ত জয়ী ব্যক্তিকে অভিনন্দন। আপনাদের মহত্ব দিয়ে আমাকে পরিপূর্ণ করে তুলেছেন। এটা আমার আশার চেয়েও অনেক বেশি। এই টাকাটা পুরোটা চলে যাবে রেডক্রসের দাবানল বিষয়ক তহবিলে।’
২০০৩ সালের জানুয়ারিতে দাতব্য প্রতিষ্ঠানের জন্য নিলামে তোলা হয় স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের টেস্ট ক্যাপ। কিংবদন্তি এই ব্যাটসম্যানের ক্যাপের মূল্য উঠেছিল ৪ লক্ষ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। যা ছিল এতো দিন কোনো ব্যাগি গ্রিন ক্যাপের সর্বোচ্চ নিলাম মূল্য।
অস্ট্রেলিয়ার দাবানলে এখন পর্যন্ত মারা গেছে ৫০ কোটিরও বেশি প্রাণী। ক্ষয়ক্ষতি হয়েছে হাজার মানুষের। ওয়ার্নের পাশাপাশি বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার জেফ থম্পসনও। তিনিও তাঁর ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে তুলেছেন।