উপমহাদেশের কন্ডিশন আপনার সামর্থ্যকে প্রশ্নের মুখে ফেলবেঃ ফিঞ্চ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের মতে, আসন্ন ভারত সফরে কঠিন পরীক্ষায় পড়তে হবে তাঁর দলকে। চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। 


এই সফরে উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে যথেষ্ট বেগ পেতে হবে অজিদের, এমনই শঙ্কা ফিঞ্চের। শুধু তাই নয়, উপমহাদেশের মাটিতে নিজেদের পরিকল্পনা কতোটা কার্যকর হবে, সেটা নিয়েও সন্দিহান ৩৩ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।


promotional_ad

ফিঞ্চ বলেন, ‘যখন আপনি উপমহাদেশে খেলেন, তখন নিজেদের গেম প্ল্যান নিয়ে সন্দেহ থাকে। কারণ প্রতিপক্ষরা খুব বেশি প্রভাবশালী থাকে যখন তারা ভালো খেলে। ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দলগুলো আপনাকে নতুন করে দ্বিধান্বিত করে তুলবে।’  


যদিও নিজেদের সামর্থ্য এবং দক্ষতায় আস্থা রাখছেন ফিঞ্চ। তাঁর বিশ্বাস, ভারতের মাটিতে বিরাট কোহলিদের হারানো অসম্ভব কিছু নয় অস্ট্রেলিয়ার জন্য। ফিঞ্চের ভাষ্যমতে, ‘আমরা জানি আমাদের যে স্কিল আছে এতে ভারতকে তাদের মাটিতে হারানো সম্ভব। এটাই আমাদের বেশ আত্মবিশ্বাস দিচ্ছে ভারতে খেলতে যেতে।’  


আগামী ১৪ জানুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ১৭ জানুয়ারি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ১৯ জানুয়ারি ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball