চাইলে গতি বাড়ানো যাবেঃ মুগ্ধ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গতি নয়, লাইন-লেংথের ওপর নজর দিচ্ছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। রংপুর রেঞ্জার্সের তরুণ এই পেসার মনে করছেন, চাইলে অনায়াসেই বলের গতি বাড়াতে পারবেন তিনি। তবে লাইন-লেংথ সামলে রাখাটা কিছুটা চ্যালেঞ্জিং এই পেসারের জন্য।
গতি বাড়ানোর কৌশলও সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন ১৯ বছর বয়সী ডানহাতি এই পেসার।
তিনি বলেন, ‘চাইলে গতি বাড়ানো যাবে। এখন গতির উপর জোর দিয়ে লাভ নেই। লাইন লেংথটা ঠিক করা জরুরী আমার মনে হয়। গতি বাড়াতে চাইলে কাজ করতে হবে। ফিটনেস ভালো করতে হবে। ফিটনেসে জোর বাড়াতে হবে।’
বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দিকে দর্শক হয়ে থাকতে হয় ইনজুরিতে থাকা মুগ্ধকে। অনুশীলনে নেটে বোলিং করে ঢাকায় প্রথম পর্ব কেটে যায় তাঁর। চট্টগ্রামে গত ১৮ ডিসেম্বর কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বিপিএল অভিষেক হয় মুগ্ধর। অভিষেকেই ১৪৩ কি.মি. গতিতে বোলিং করে নজর কাড়েন মুগ্ধ।
চলতি বিপিএলে ঢাকা প্লাটুনের হাসান মাহমুদ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদী হাসান রানাদের মতো তরুণ পেসাররাও গতি এবং বৈচিত্র্যের কারণে আলোচনায় উঠে এসেছেন। তাদের কাছ থেকেও শিখছেন মুগ্ধ।
মুগ্ধ আরও বলেন, ‘হাসান মাহমুদরা তো অনেক ভালো বোলার। অবশ্যই অনেক ভালো বোলার। গতিও আছে। লাইন লেংথও ভালো। সবমিলিয়ে শেখার অনেক কিছু আছে। ওদের বোলিং দেখে কিছুটা শিখছি।’
বঙ্গবন্ধু বিপিএলে সাত ম্যাচে ছয়টি উইকেট নিয়েছেন মুগ্ধ। ইকোনমি রেট দশের উপরে থাকলেও গতির কারণে নজর কেড়েছেন তিনি।
