promotional_ad

৩৪ বছর পর সিডনিতে টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে কিউইদের ২৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় টিম পেইনের দল। এরপর মেলবোর্ন টেস্টে ২৪৭ রানে কেন উইলিয়ামসনদের নাস্তানাবুদ করে তারা।


একই সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজটি নিজেদেরও করে নেয় স্বাগতিকরা। এবার সিরিজের শেষ টেস্টে শুক্রবার (৩ ডিসেম্বর) আবারো নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে পাঁচটায় শুরু হবে এই ম্যাচটি।


সর্বশেষ ১৯৮৫ সালের নভেম্বরে সিডনিতে টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। সেই টেস্টে অ্যালান বোর্ডারের অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে পরাজিত হয় জেরেমি কুনির নিউজিল্যান্ড। দীর্ঘ ৩৪ বছর পর আবারো অজিদের বিপক্ষে এই মাঠে খেলতে নামছে কিউইরা।



promotional_ad

এই ম্যাচ দিয়ে টেস্টে হোয়াইটওয়াশ এড়াতে চাইবে সফরকারীরা। অবশ্য সিডনি টেস্টের আগে সেরা একাদশ সাজানো নিয়ে সমস্যায় পড়তে পারে সফরকারীরা। কারণ ফ্লু সংক্রান্ত উপসর্গ দেখা দেয়ায় এই ম্যাচে অনিশ্চিত নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ব্যাটসম্যান হেনরি নিকোলস।


ম্যাচের আগে অনুশীলন ক্যাম্পেও অনুপস্থিত ছিলেন তাঁরা।  যদিও কিউইদের বোলিং কোচ শেন জার্গেনসেনের প্রত্যাশা এই ম্যাচে খেলবেন উইলিয়ামসন ও নিকোলস। তিনি বলেন, ‘তাদের কিছু ফ্লু সংক্রান্ত উপসর্গ দেখা দিয়েছে এবং আমি নিশ্চিত তারা ফিরবে। তারা কিছুটা দুর্বল তাই তাদের বিশ্রাম দেয়া হয়েছে (অনুশীলনে)।' 


শেষ পর্যন্ত উইলিয়ামসন খেলতে না পারলে তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করবেন টম লাথাম। উইলিয়ামসন খেললেও একাদশে দুটি পরিবর্তন আসতে পারে নিউজিল্যান্ডের। আগের টেস্টে বল হাতে মাত্র একটি করে উইকেট পাওয়ায় পেসার ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্যান্টনারের বদলে ম্যাট হেনরি এবং উইল সামারভিলে ভরসা রাখতে পারে কিউই টিম ম্যানেজমেন্ট। 


এদিকে নিউজিল্যান্ড শিবিরে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার। সেক্ষেত্রে যথারীতি দলের পেস আক্রমণ সামলানোর দায়িত্বে থাকবেন মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন এবং প্যাট কামিন্স। আর একমাত্র স্পেশালিষ্ট স্পিনার হিসেবে খেলবেন নাথান লায়ন।  



অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য)- ডেভিড ওয়ার্নার, জো বার্নস, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, টিম পেইন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, নাথান লায়ন।  


নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য)- টম লাথাম, টম ব্লান্ডেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকলস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, ম্যাট হেনরি, উইল সামারভিল, নিল ওয়েগনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball