promotional_ad

বিসিবিকে আইনি নোটিশ, উত্তরের অপেক্ষায় সবুজ বাংলা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||


তৃতীয় বিভাগের ক্রিকেটে অভিযোগের অন্ত নেই। এর মধ্যে অন্যতম পক্ষপাতমূলক আম্পায়ারিং। গত কয়েক বছরে এটা মহামারি আকার ধারণ করেছে। এবারও পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বারবার বলেও কোনো সামাধান না পেয়ে শেষপর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে তৃতীয় বিভাগের দল সবুজ বাংলা ক্রীড়া চক্র।


ক্লাবটির দাবি, বাইলজ অনুসরণ না করে নিজেদের ইচ্ছামতো নিয়মনীতি আরোপ করেছে বিসিবি। যে কারণে গত ২৯ ডিসেম্বর বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছে তারা। বিসিবি কী উত্তর দেয়, সেটা জানার অপেক্ষায় আছে ক্লাবটি। বিসিবির উত্তরের পর পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সবুজ বাংলা ক্রীড়া চক্রের সেক্রেটারি রিয়াজ আহমেদ বাবু।


বুধবার ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, ‘আমরা একটা উকিল নোটিশ পাঠিয়েছি। সেটার উত্তর আসুক, এরপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। উত্তরের অপেক্ষায় আছি। আমরা একটা চিঠি দিয়েছিলাম বিসিবিকে যে, আপনারা কোন নিয়ম মানলেন এবং স্ট্যান্ডিংটা আমাদেরকে জানান। চিঠিটা দিয়েছিলাম ১৫ ডিসেম্বর। আজও উত্তর পাইনি আমরা। সেটা না পাওয়াতে আমরা উকিল নোটিশ পাঠাই।’



promotional_ad

সবুজ বাংলা ক্রীড়া চক্রের নোটিশ বিসিবিতে পৌঁছেছে। নোটিশটি নিয়ে বিসিবির আইন সংক্রান্ত বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটা আমরা পেয়েছি। লিগ্যাল বিভাগকে দেয়া হয়েছে নোটিশটা, এটা তারা দেখছে। উত্তর দেয়ার সময় সাতদিন, নাকি কতদিন বা প্রসেসটা কী, সেটা লিগ্যাল বিভাগই দেখবে।’


নোটিশ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সুবজ বাংলা ক্রীড়া চক্রের সঙ্গে যোগাযোগ করা হয়নি বিসিবির পক্ষ থেকে। এমনকি আগে জানিয়েও যে কোনো লাভ হয়নি, সেটা বারবার বলে যাচ্ছিলেন রিয়াজ আহমেদ বাবু। বারবার বলেও প্রতিকার না পাওয়ার হতাশা স্পষ্ট হয়ে উঠছিল তাঁর কণ্ঠে।


রিয়াজ আহমেদ বাবু বলেন, ‘নোটিশ পাঠানোর পর তারা আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি বা ফোন করেনি। বরং আমরা শেষ খেলার আগে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলাম। সিইওকে বলেছিলাম আমাদের ন্যায্য, ভালো আম্পায়ার দিতে। তারা আমাদের আম্পায়ার দেয়নি। বরং পক্ষপাত্মুলক আচরণ করেছে উল্টো।’  


নিয়ম অনুযায়ী নোটিশ পাঠানোর সাত দিনের মধ্যে উত্তর দিতে হবে বিসিবিকে। এক জানুয়ারি নোটিশটি পেয়েছে বিসিবি। অর্থাৎ, আগামী সাত জানুয়ারির মধ্যে উত্তর দিতে হবে বিসিবিকে। এ বিষয়ে রিয়াজ আহমেদ বাবু বলেন, ‘সাতদিন সময় দেয়া হয়। যেদিন ক্রিকেট বোর্ড রিসিভ করবে, এর থেকে সাতদিনের মধ্যে। আমরা পাঠিয়েছি ২৯ তারিখ। আজ তারা রিসিভ করেছে।’



গত ১৫ ডিসেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের মুখোমুখি হয় সবুজ বাংলা ক্রীড়া চক্র। অভিযোগ আছে, সেই ম্যাচে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে জয়ী করার উদ্দেশ্যে চারটি বির্তকিত এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেন দায়িত্বরত দুই আম্পায়ার তরিকুল ইসলাম মাসুম ও মাসুদ রানা। 


এমনকি সেই ম্যাচে একাধিক রান আউটের সিদ্ধান্তও ছিল পক্ষপাতদুষ্ট। আম্পায়ারদের পক্ষপাতিত্বের কারণে শিরোপা নির্ধারণী সেই ম্যাচে হারতে হয়েছে বলে দাবি সবুজ বাংলার। পয়েন্টের ভিত্তিতে জয়ী ঘোষণা হয় যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball