promotional_ad

ছন্দ ফেরাতে জয়টা দরকার ছিলঃ সানি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় জয়ের মুখ দেখেছে রংপুর রেঞ্জার্স। সোমবার সিলেট সিক্সার্সকে হেসেখেলে হারিয়েছে শেন ওয়াটসনের দল। সামনের ম্যাচগুলোতেও জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় রংপুর শিবির। 


আরাফাত সানি সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন।  টিম কম্বিনেশনের কারণে একাদশে জায়গা হচ্ছে না সানির। তারপরও ম্যাচ শেষ দলের পক্ষে কথা বলতে এসেছিলেন এই স্পিনার। 



promotional_ad

এর আগেও একবার একাদশে না থেকে সংবাদ সম্মেলনে এসেছিলেন সানি। সেই ম্যাচে পরাজিত দলের সদস্য হিসেবে কথা বললেও সোমবার হাসিমুখে এসেছেন বাঁহাতি এই স্পিনার। জানিয়েছেন, তাদের জন্য এই একটা জয় খুব প্রয়োজন ছিল। 


সানি বলেন, `আসলে টিমগুলো যখন জয় না পায় তখন অগোছালোই মনে হয় সব। যখন উইনিং মোমেন্ট চলে আসে, তখন সব গোছানো হয়ে যায়। সেটাই হয়েছে ম্যাচ হারলে। সবারই একটু মন খারাপ থাকে। 


জয়ের স্বাদ পাওয়া খুব দরকার ছিল আমাদের। বাকি ম্যাচগুলোতে চেষ্টা করব জয়ের ধারা বজায় রাখতে। যেহেতু আজ জিতলাম। যদি ধরে রাখতে পারি তাহলে আমরা সামনের ম্যাচগুলো জিততে পারব।' সানি আরও যোগ করেন। 



৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে রংপুর। প্লে-অফের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ শেন ওয়াটসনের দলের। তবে হাতে থাকা ৫ ম্যাচের ৫টিতে জিতলে এবং বাকি দলগুলোর ফলাফলের উপর নির্ভর করবে রংপুরের শেষ চারে খেলা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball