ছন্দ ফেরাতে জয়টা দরকার ছিলঃ সানি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় জয়ের মুখ দেখেছে রংপুর রেঞ্জার্স। সোমবার সিলেট সিক্সার্সকে হেসেখেলে হারিয়েছে শেন ওয়াটসনের দল। সামনের ম্যাচগুলোতেও জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় রংপুর শিবির।
আরাফাত সানি সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন। টিম কম্বিনেশনের কারণে একাদশে জায়গা হচ্ছে না সানির। তারপরও ম্যাচ শেষ দলের পক্ষে কথা বলতে এসেছিলেন এই স্পিনার।

এর আগেও একবার একাদশে না থেকে সংবাদ সম্মেলনে এসেছিলেন সানি। সেই ম্যাচে পরাজিত দলের সদস্য হিসেবে কথা বললেও সোমবার হাসিমুখে এসেছেন বাঁহাতি এই স্পিনার। জানিয়েছেন, তাদের জন্য এই একটা জয় খুব প্রয়োজন ছিল।
সানি বলেন, `আসলে টিমগুলো যখন জয় না পায় তখন অগোছালোই মনে হয় সব। যখন উইনিং মোমেন্ট চলে আসে, তখন সব গোছানো হয়ে যায়। সেটাই হয়েছে ম্যাচ হারলে। সবারই একটু মন খারাপ থাকে।
জয়ের স্বাদ পাওয়া খুব দরকার ছিল আমাদের। বাকি ম্যাচগুলোতে চেষ্টা করব জয়ের ধারা বজায় রাখতে। যেহেতু আজ জিতলাম। যদি ধরে রাখতে পারি তাহলে আমরা সামনের ম্যাচগুলো জিততে পারব।' সানি আরও যোগ করেন।
৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে রংপুর। প্লে-অফের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ শেন ওয়াটসনের দলের। তবে হাতে থাকা ৫ ম্যাচের ৫টিতে জিতলে এবং বাকি দলগুলোর ফলাফলের উপর নির্ভর করবে রংপুরের শেষ চারে খেলা।