প্লাটুন স্কোয়াডে যোগ দিচ্ছেন আরও দুই পাকিস্তানি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসছেন আহমেদ শেহজাদ এবং ফাহিম আশরাফ। ঢাকা প্লাটুনের হয়ে এবারের বিপিএলে খেলবেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসানউল্লাহ হাসান।
সিলেট পর্বে প্লাটুন স্কোয়াডে যোগ দেবেন শেহজাদ এবং ফাহিম। ড্রাফটের বাইরে থেকে এ দুজনের সঙ্গে চুক্তি করেছে ঢাকা। এ নিয়ে ঢাকার স্কোয়াডে মোট পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬।

আহসানউলাহ হাসান বলেন, ‘শেহজাদ এবং ফাহিম আশরাফকে দলে নিয়েছি আমরা। সিলেট পর্ব থেকে তাদের পাওয়া যাবে। বিপিএলের একদম শেষ পর্যন্ত খেলবেন এই দুজন পাকিস্তানি ক্রিকেটার।'
১৭ই নভেম্বর বিপিএল প্লেয়ার্স ড্রাফট থেকে তিন পাকিস্তানি ক্রিকেটার ওয়াহাব রিয়াজ, আসিফ আলী এবং শহীদ আফ্রিদিকে দলে নেয় ঢাকা। বিপিএল শুরুর আগে ড্রাফটের বাইরে থেকে শাদাব খানকে দলে ভেড়ায় প্লাটুন শিবির।
শেহজাদ এর আগেও বিপিএলে খেলেছেন। বিপিএলের প্রথম আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তানের এই ওপেনারের।
হাঁটুর চোটের কারণে দেশে ফিরে গেছেন ঢাকার অলরাউন্ডার শহীদ আফ্রিদি। চোট গুরুতর হওয়ায় তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তবে প্লাটুন কর্তৃপক্ষ আশাবাদী, চোট কাটিয়ে উঠতে পারলে ৬ জানুয়ারি নাগাদ বিপিএলে যোগ দেবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।