চোটে দেশে ফিরে গেছেন আফ্রিদি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে দেশে ফিরে গেছেন শহীদ আফ্রিদি। হাঁটুতে চোট পাওয়ায় দেশে ফিরতে হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা প্লাটুনের টিম ম্যানেজমেন্ট।
আফ্রিদির হাঁটুর চোট নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ভুগেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। চলতি বিপিএলে পুরনো চোট মাথা চাড়া দিয়ে ওঠে তাঁর।

ঢাকার দ্বিতীয় পর্বের শেষ ম্যাচ এবং সিলেট পর্বের পুরোটাই মিস করবেন আফ্রিদি। চোট থেকে সেরে উঠলে ৬ জানুয়ারি আফ্রিদিকে ফিরে পাওয়ার আশা করছে ঢাকা প্লাটুন।
দলটির একটি সূত্র জানিয়েছে, ‘ডান পায়ে চোট পেয়েছেন আফ্রিদি। যে কারণে দেশে ফিরে গেছেন তিনি। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। আমরা আশা করছি সে সেরে ওঠলে ৬ জানুয়ারির মধ্যে বাংলাদেশে ফিরবে।’
বিপিএলের নিয়মিত মুখ আফ্রিদি। দ্বিতীয় আসর ছাড়া এখন পর্যন্ত বিপিএলের সব আসরে খেলেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। বিপিএলের সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।
এ ছাড়া বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএল ট্রফি জেতেন আফ্রিদি। ঢাকা ডাইমাইটসের হয়ে একবার রানার্স আপের স্বাদ নেন এই অলরাউন্ডার।
চলতি বিপিএলে ঢাকা প্লাটুনের জার্সিতে খেলছেন আফ্রিদি। ব্যাটিং-বোলিংয়ে কিছুই করতে পারেননি তিনি। ৬ ম্যাচে পেয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ ইনিংস ২১। দুই ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন আফ্রিদি।