নতুন দক্ষিণ আফ্রিকার উড়ন্ত সূচনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নতুন সাজে সেজেছে দক্ষিণ আফ্রিকা। পুরোপুরি নতুন কোচিং স্টাফের অধীনে এই সিরিজে মাঠে নামে ফাফ ডু প্লেসির দল। নতুন কোচিং স্টাফদের তত্ত্বাবধানে ঘরের মাঠে উড়ন্ত সূচনা করেছে প্রোটিয়ারা। সেঞ্চুরিয়ন টেস্টে ইংল্যান্ডকে ১০৭ রানে হারিয়েছে মার্ক বাউচারের শিষ্যরা।
জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৭৬ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে সেই লক্ষ্যে দারুণ অবস্থানে ছিল ইংল্যান্ড। ১ উইকেটে ১২১ রান নিয়ে দিন শেষ করে জো রুটের দল। ররি বার্ন্স ৭৭ এবং জো ডেনলি অপরাজিত ছিলেন ১০ রানে।
চতুর্থ দিন সকালে ব্যাটিং করতে নেমে খেই হারিয়ে ফেলে ইংল্যান্ড। দলীয় ১৩৯ রানে পেসার নরকিয়েকে পুল করতে গিয়ে ৮৪ রানে আউট হন বার্ন্স। খানিক পর জো ডেনলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডোয়াইন প্রিটোরিয়াস।
চতুর্থ উইকেটে বেন স্টোকস এবং অধিনায়ক জো রুট হাল ধরেন। কিন্তু দলীয় ২০০ রানের পর স্টোকসকে বোল্ড করেন স্পিনার কেশব মহারাজ। ৯ রান করে বেয়ারস্টো ফেরেন রাবাদার প্রথম শিকার হয়ে।

ছয় উইকেট হারালেও দলকে টেনে নিচ্ছিলেন অধিনায়ক রুট। কিন্তু হাফ সেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকা অবস্থায় নরকিয়ের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইংলিশ অধিনায়ক।
এরপর বোলিংয়ে এসে আরও দুই উইকেট তুলে নেন কাগিসো রাবাদা। জস বাটলার ফেরেন ২২ রান করে। শেষ ব্যাটসম্যান হিসেবে স্টুয়ার্ট ব্রডকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের আনন্দে ভাসান রাবাদা। ২৬৮ রানে অল আউট হয় ইংলিশরা।
প্রথম ইনিংসে মাত্র ১৮১ রানে অল আউট হয় ইংল্যান্ড। ভারনন ফিল্যান্ডার নেন ৪ উইকেট। রাবাদার শিকার ৩টি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ২৮৪। সর্বোচ্চ ৯৫ রান করেন কুইন্টিন ডি কক। দ্বিতীয় ইনিংসে ভান ডার ডাসেনের হাফ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা করে ২৭২ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৮৪.৩ ওভারে ২৮৪/১০, (ডি কক ৯৫; ব্রড ৪/৫৮)।
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৩.২ ওভারে ১৮১/১০, (ডেনলি ৫০; ফিলান্ডার ৪/১৬)।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসঃ ৬১.৪ ওভারে ২৭২/১০, (ডাসেন ৫১; আর্চার ৫/১০২)।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ৯৩ ওভারে ২৬৮/১০, (বার্ন্স ৮৪; রাবাদা ৪/১০৩)।
ম্যাচসেরা: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)।