বেইমানি করো না, বাংলাদেশকে শোয়েব আখতার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের মাটিতে ক্রিকেটকে পুরোদমে ফেরাতে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের দাবি, বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পেতে সাহায্য করেছে পাকিস্তান। তাই বাংলাদেশের উচিৎ পাকিস্তানের খারাপ সময়ে তাদের সাহায্য করা।
সাহায্য না করলে সেটা পাকিস্তানের সঙ্গে বেইমানি হবে বলে মনে করছেন শোয়েব। সম্প্রতি পিটিভি স্পোর্টসে গেম অন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সাবেক এই পাকিস্তানি পেসার। পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশকে যে কারও প্ররোচনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ৪৬টি টেস্ট খেলা এই ফাস্ট বোলার।

তামিম-মুশফিকরা পাকিস্তানে খেলতে গেলে তাদের অনেক ভালোবাসা এবং ইজ্জত দেয়া হবে। শোয়েব বলেন, `আমার মতে আজহার আলী এবং পাকিস্তান বোর্ড অনেক ভালো কথা বলেছে। বাংলাদেশ মনে আছে আমরা তোমাদের কিভাবে সাহায্য করেছিলাম? এতোটাও বেইমানি করা উচিৎ না।'
`কারণ আমরা বাংলাদেশকে নিজেদের হাতে টেস্টে ঢুকিয়েছি, খেলিয়েছি, এতোদূর আসতে সাহায্য করেছি। বাংলাদেশ তো আমাদের অনেক ভালোবাসে। সহজ ভাষায় বলছি কারও প্ররোচনায় আসার দরকার নেই। আপনারা আসুন, টেস্ট খেলুন। আপনাদের অনেক ভালোবাসা হবে, ইজ্জত দেয়া হবে। আমাদের আপনাকে দরকার। এগিয়ে আসুন।' শোয়েব আরও যোগ করেন।
জানুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার কারণে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়ে বিবেচনা করছে বিসিবি। তবে পিসিবির চাওয়া সম্পূর্ণ সিরিজটি হোক পাকিস্তানে।
এই বিষয়ে বিসিবি প্রধাণ নাজমুল হাসান পাপন কয়েকদিন আগে বলেছেন, `আমরা এখনও নিশ্চিত নই যে টি-টোয়েন্টিতে আমরা নিয়মিত দল পাঠাতে পারব কিনা। এটা পাকিস্তানের বোঝা উচিত। আমাদের দিকটাও তাদের বোঝা উচিত।’
২০২০ সালের ২১ জানুয়ারি পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দলটির। এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা রয়েছে দুই দলের মাঝে।