promotional_ad

ব্যাটিং পাওয়ার প্লে কাজে লাগাতে চায় কুমিল্লা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


৬ ম্যাচে ৪টিতে হেরে টেবিলের পঞ্চম স্থানে আছে কুমিল্লা ওয়ারিয়র্স। প্লে-অফে জায়গা নিশ্চিত করতে হলে আরও ৫টি ম্যাচ জিততে হবে তাদের। কুমিল্লার কোচ ওটিস গিবসন বিশ্বাস করেন, ব্যাটিং পাওয়ার প্লে কাজে লাগাতে পারলে দলের জন্য কাজটা সহজ হবে।


পাওয়ার প্লে'তে উইকেট বাঁচিয়ে রাখতে পারলে শেষের দিকে পুরো দল এর সুবিধা নিতে পারে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচের দাবি, টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।


promotional_ad

বিপিএলে নিজেদের প্রথম এবং চতুর্থ ম্যাচে পাওয়ার প্লে'তে ৫০ এর ঘরে যেতে পারেনি কুমিল্লা। এছাড়া বাকি চার ম্যাচেই রান রেট ১০ এর ওপরে ছিল দলটির। তবে প্রতি ম্যাচেই প্রায় ২ ব্যাটসম্যানকে পাওয়ার প্লে'তে হারিয়েছে কুমিল্লা।


ক্রিকফ্রেঞ্জিকে গিবসন বলেন, `আমার কাছে মনে হয় টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উইকেট বেশি হারালে এখানেই ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন।


সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয় যেকোনো দলের জন্যই। তাই পাওয়ার প্লে অনেক গুরুত্বপূর্ণ। এখানে ৩ উইকেট হারিয়ে বসলে ম্যাচ ওইখানেই হাত থেকে অনেকটা ফসকে যায়।'


নিজেদের তৃতীয় জয়ের খোঁজে রাজশাহী রয়্যালসের বিপক্ষে লড়ছে কুমিল্লা। আন্তর্জাতিক সূচির কারণে দলের নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা দেশে ফিরে যাওয়ায় কুমিল্লার অধিনায়কত্ব পেয়েছেন ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball