দিনের সেরাঃ শহিদুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
রংপুর রেঞ্জার্সের বিপক্ষে বঙ্গবন্ধু বিপিএলের ২২তম ম্যাচে ৫২ রানের জয় পেয়েছে খুলনা টাইগার্স। বল হাতে এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন খুলনার ডানহাতি পেসার শহিদুল ইসলাম।
৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ২৪ বছর বয়সী এই পেসার। তাঁর শিকার হয়ে ফিরতে হয়েছে ফজলে মাহমুদ, মোহাম্মদ নবী, সাদমান ইসলাম এবং জহুরুল ইসলামদের। রংপুরের মিডল অর্ডারে প্রায় একাই ধ্বস নামান তিনি।

ম্যাচ সেরার পুরস্কারটিও তাই স্বাভাবিকভাবেই উঠেছে শহিদুলের হাতে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন।
এরপর খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে খুলনা। ২ ছক্কা এবং ৪ চারের সাহায্যে মাত্র ৪৮ বলে ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলেন খুলনা দলপতি।
১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শহিদুলের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান তুলতে সক্ষম হয় রংপুর। এই পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই রয়ে গেল রংপুর।