মুশফিকের হাফ সেঞ্চুরি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্সঃ ১৪৩/৪ (১৭ ওভার) (মুশফিক ৫২*, নাজিবউল্লাহ ২২*)
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং রংপুর রেঞ্জার্স। এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রেঞ্জার্স দলপতি শেন ওয়াটসন। ফলে আগে ব্যাটিং করছে খুলনা টাইগার্স।
মুশফিকের হাফ সেঞ্চুরিঃ

টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দ্রুত ফিরলেও শান্তকে নিয়ে রান বাড়াতে থাকেন মুশফিকুর রহিম। শুরুতে ধীরে শুরু করলেও উইকেটে থিতু হয়েই হাত খুলে খেলা শুরু করেন তিনি। শান্ত ৩০ রান করে মোহাম্মদ নবির শিকার হলে এই জুটি ভাঙে। এরপর নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে মাত্র ৪১ বলে হাফ সেঞ্চুরি তুলে নে মুশফিক।
শামসুরকে ফেরালেন গ্রেগরিঃ
লুইস গ্রেগরির উপর চড়াও হতে গিয়ে ব্যক্তিগত ১৩ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা শামসুর রহমান শুভ।
মুস্তাফিজের জোড়া উইকেটঃ
ওপেনিংয়ে নেমে খুলনাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত। দুজনে ইনিংসের প্রথম ওভার থেকে তোলান ১৮ রান। এরপর নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই ১২ রান করা মিরাজকে উইকেটরক্ষক জহু্রুল ইসলামের ক্যাচ বানিয়ে আউট করেন মুস্তাফিজুর রহমান। এর ঠিক পরের বলেই রাইলি রুশোকে শূন্য রানে ক্যাচ বানান শেন ওয়াটসনের।
খুলনা টাইগার্সঃ নাজিবউল্লাহ জাদরান, নাজমুল হোসেন শান্ত, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রবি ফ্রাইলিঙ্ক, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও তানভীর ইসলাম।
রংপুর রেঞ্জার্সঃ শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, জাকির হাসান, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম, মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, সঞ্জিত সাহা ও মুকিদুল ইসলাম।