promotional_ad

আমাকে ভালোবেসেই ডাকছে ইমরুল ব্রো, সমস্যা কী!

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


'ইমরুল ব্রো, কায়েস ব্রো বা ব্রো' শুনলেই সবাই চেনে ফেলে ইমরুল কায়েসকে। নিজের আসল নামের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) থেকে পাওয়া এই নাম দিয়েই সবার মাঝে বেশি খ্যাতি পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। পারফরম্যানস ভালো হোক বা খারাপ ফেসবুক জুড়ে ভালো বা খারাপ সব ধরণের 'ট্রল' এর শিকার হয়ে থাকেন ইমরুল।


নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানসিক ভাবেও নিজেকে এসব বিষয় নিয়ে শক্তস্থানে নিয়ে গেছেন। তারপরও মাঝে-সাঝে ইমরুলকে সম্মুখীন হতে হয় স্বাচ্ছন্দ্যের বাইরে নানা প্রশ্নের।


ভারত সফরে বাংলাদেশ দল ভালো করেনি। ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নিজেও মানুষের মন জয় করতে পারেননি ইমরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২-৩ বছর ধরে চলে আসা ট্রলগুলো তাই এবার সামনে আসতে শুরু করেছে অভিজ্ঞ এই ক্রিকেটারের।


promotional_ad

ভারত সফরের পর বেশ কয়েকবার সংবাদ মাধ্যমের সামনে ট্রল ইস্যুতে কথা বলেছেন ইমরুল। শুক্রবার ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলেও সম্মুখীন হলেন একই পরিস্থিতির। অনেকটা হাসি মুখেই ইমরুল বললেন, ভালোবেসে মানুষ যে নামেই ডাকুক, তার সমস্যা নেই।


ইমরুল বলেন, `ধন্যবাদ, যদি আমাকে ইমরুল ব্রো বলে মজা পায়, পাক না! কোনো অসুবিধা নেই। আমার কোনো আফসোস নেই। আমাকে ভালোবেসেই ডাকছে ইমরুল ব্রো, সমস্যা কী!'


বিপিএলে ৬ ম্যাচ জিতে প্লে-অফের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম। পরের ম্যাচ জিতলেই শেষ চারে। এমন অবস্থায় ভয় ডরহীন ক্রিকেট খেলার প্রসঙ্গে ইমরুল বলেন, `ফিয়ারলেস বলতে কি আগে যেমন খেলেছি এখনও সেভাবেই খেলবো। আরও দুই একটা ম্যাচ যদি জিততে পারি তাহলে এক দুইয়ে থাকবো। এক দুইয়ে থাকতে পারলে সুবিধা হল এক দুইয়ে থাকে সেমিফাইনালে দুইটা সুইবিধা পাওয়া যায়।'


গেল বিপিএলে ইমরুলের নেতৃত্বে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরে মাহমুদউলাহ রিয়াদ চোটে থাকায় চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। জানিয়েছেন, অধিনায়ক হিসেবেও এবছর পরিপক্ব তিনি।


ইমরুল আরও যোগ করেন, `দেখুন লাস্ট ইয়ারটা ছিল আমার প্রথম অধিনায়কত্ব এরকম ইভেন্টে। অনেক কিছুই বুঝিনি, দলের প্রয়োজনে যেটা করার দরকার সেটা করেছি। আপনি দেখবেন আমি ৪, ৫ নম্বরেও ব্যাটিং করছি। দলের চাহিদা অনুসারে।' 


`তো এবছর আমি একটা ফিক্সড পজিশনে খেলছি, দল থেকেই বলে দেওয়া হয়েছে তুমি তিন নম্বরে খেলবা। আপনি যখন দলে গুরুত্ব বুঝবেন তখন দায়িত্বটা বেড়ে যায়। এই দলে এসে অধিনায়ক হিসেবে  পারফরম্যান্স করলে ভালো লাগে যেহেতু রিয়াদ ভাই নাই। এই আর কি।' ইমরুলের ভাষ্যমতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball