আমরা বিপিএল খেলতে এসেছি, সাংবাদিকদের মালিক

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
"আমরা বিপিএল খেলতে এসেছি" বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে সহজ ভাষায় উত্তর দিলেন শোয়েব মালিক। সাংবাদিকরা এরপর চেষ্টা করেও পাকিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে কিছু বলাতে পারলেন না।
এরপর রাজশাহী রয়্যালসের মিডিয়া ম্যানেজার পরবর্তীতে এসে বিষয়টি নিয়ে প্রশ্ন করতে বারণ করেন। রাজশাহীর অভিজ্ঞ এই ক্রিকেটারও খানিকটা হাফ ছেঁড়ে বাচেন। বিপিএল প্রসঙ্গে আর এক-দেড় মিনিট কথা বলে সোজা চলে যান জিমে।

চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে বিপিএলের মাঝেও সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম-মুশফিকদের পাকিস্তান সফর। প্রায় সপ্তাহখানেক ধরে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-পর্যালোচনা।
পাকিস্তানের চাওয়া পুরো সিরিজ হোক তাদের মাটিতে। বিসিবি চাইছে শুধু টি-টোয়েন্টি খেলতে। তবে বৃহস্পতিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এখনও পাকিস্তান সফরে যাওয়া নিয়ে কোনো কিছু নিশ্চিত নয়।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে চাইছে না। কোচিং স্টাফরাও নেতিবাচক সেখানে যাওয়া নিয়ে। এমন অবস্থায় পেন্ডুলামের মতো ঝুলছে পাকিস্তান সফরের ভাগ্য।
আর পাকিস্তানে খেলা নিয়ে ক্রিকেটারদের জোর করার উপায় নেই বিসিবির। তাই বাংলাদেশের অবস্থাও বোঝার জন্য পিসিবিকে অনুরোধ করেন নাজমুল হাসান। বিসিবি সভাপতি বৃহস্পতিবার বলেছেন, ‘আমাদের তারকা খেলোয়াড়দের অনেকে এমনও বলেছে।
`টি-টোয়েন্টিও খেলতে যেতে চায় না। তার মানে যাবে কি যাবে না, এখনও ঠিক নাই। আমরা এখনও নিশ্চিত নই যে টি-টোয়েন্টিতে আমরা নিয়মিত দল পাঠাতে পারব কিনা। এটা পাকিস্তানের বোঝা উচিত। আমাদের দিকটাও তাদের বোঝা উচিত।’