আগের ম্যাচের অধিনায়ক, পরের ম্যাচে একাদশে নেই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম পর্ব শেষ করে পুনরায় ঢাকায় ফিরছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। ঢাকা পর্বে আজ দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স এবং রংপুর রেঞ্জার্স।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রেঞ্জার্স দলপতি শেন ওয়াটন। প্রথমবারের মতো বঙ্গবন্ধু বিপিএলে মাঠে নামছেন ওয়াটন। এসেই অধিনায়কত্ব পেয়েছেন এই অজি অলরাউন্ডার।

আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মোহাম্মদ নবিকে সরিয়ে অধিনায়কত্ব দেয়া হয়েছিল টম অ্যাবেলকে। এক ম্যাচ পরেই অধিনায়কত্ব দেয়া হয়েছে শেন ওয়াটসনকে। এই অজি অলরাউন্ডারকে জায়গা দিতে একাদশে জায়গা হারাতে হয়েছে টম অ্যাবেলকে।
এছাড়া সাদমান হোসেনের বদলে খেলছেন জাকের আলী। খুলনাও এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে রহমতউল্লাহ গুরবাজের বদলে একাদশে জায়গা পেয়েছেন নাজিবউল্লাহ জাদরান।
খুলনা টাইগার্সঃ নাজিবউল্লাহ জাদরান, নাজমুল হোসেন শান্ত, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রবি ফ্রাইলিঙ্ক, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও তানভীর ইসলাম।
রংপুর রেঞ্জার্সঃ শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, জাকির হাসান, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম, মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, সঞ্জিত সাহা ও মুকিদুল ইসলাম।