অভিজ্ঞতাই ইমরুলের হাতিয়ার

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন ইমরুল কায়েস। শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা প্লাটুনের বিপক্ষে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জিতিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত এই অধিনায়ক। এমন ইনিংস খেলার পেছনে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা, জানিয়েছেন ইমরুল।
দুর্দান্ত বোলিং করে মাশরাফি বিন মুর্তজার দলকে ১২৪ রানেই থামিয়ে দেয় চট্টগ্রাম। স্বল্প এই রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হোঁচট খায় তারা। ২৫ রানেই ২ উইকেট হারানো দলের হাল ধরেন ইমরুল। এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে এগিয়ে নেন তিনি।

ধৈর্যশীল ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫৩ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান তিনি। ম্যাচ সেরার পুরষ্কারও তুলে নেন ইমরুল।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইমরুল বলেন, 'প্রথমত কৃতিত্বটা বোলারদের দিতে হবে। কারণ তারা পরিকল্পনা অনুযায়ী দারুণ বোলিং করেছে। যখন ব্যাটিং করছিলাম দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিল দল। তখন মনে হয়েছে আমার উইকেটে টিকে থাকা উচিত এবং ম্যাচ শেষ করে আসা উচিত। কারণ আমি অনেক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলছি। এখন আমি জানি কী করতে হবে আমাকে।'
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টি খেলেছেন ইমরুল। এবারের বিপিএলে খেলেছেন ৮ ম্যাচ, তিন হাফ সেঞ্চুরিতে ২৮৯ রান করেছেন তিনি।