ছন্দে ফেরার প্রত্যাশায় আল-আমিন
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল) ভালো কাটছে না পেসার আল-আমিন হোসেনের। নিজেকে টি-টোয়েন্টির উপযুক্ত বোলার মনে করলেও চলমান টুর্নামেন্টে সেভাবে জ্বলে উঠতে পারছেন না ডানহাতি এই পেসার। তবে সামনের ম্যাচগুলোতে ছন্দে ফেরার প্রত্যাশা করছেন ২৯ বছর বয়সী আল আমিন।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন আল আমিন। কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলা এই পেসার ইতোমধ্যে নামের পাশে ৭ উইকেট যোগ করেছেন। কিন্তু বেশ খরুচে বোলিং করেছেন তিনি। চলমান বিপিএলে তাঁর ইকোনমি ৯.২৬।
অবশ্য জাতীয় দলের হয়ে আল আমিনের টি-টোয়েন্টির ইকোনমি ৭.৩৬। এই ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে ২৮ ম্যাচ খেলা ডানহাতি এই পেসারের উইকেট ৪০টি। টি-টোয়েন্টিতে দেশের তৃতীয় সেরা উইকেটশিকারি পেসার আল-আমিনের লক্ষ্য নিজেকে খুঁজে পাওয়া।

শুক্রবার মিরপুরে তিনি বলেন, 'আমার কাছে মনে হয়ে খেলা গেছে মাত্র ৬টা। চারটা ম্যাচ খুব ভালো হয়েছে, দুইটা ম্যাচ খারাপ গেছে। এখনও ৬টা খেলা আছে, খুব বেশি খারাপ কিছু হয়নি। আসলে দল জিততে হলে সবার পারফরম্যান্স প্রয়োজন।'
'বোলাররা যদি ভালো পারফরম্যান্স করে, কিন্তু ব্যাটসম্যানরা না করলে তো জেতা সম্ভব না। আমি টি-টোয়েন্টি বোলার হিসেবে যে পারফরম্যান্স করে থাকি এটা এখনও করতে পারিনি। এখনও ৬টা ম্যাচ আছে, আশা করি আমি আমার ধারায় ফিরতে পারব।' যোগ করেন আল আমিন।
এবারের বিপিএলে বোলারদের তুলনায় ব্যাটসম্যানরা উইকেট থেকে বেশি সুবিধা পাচ্ছে। যে কারণে বোলারদের কাজ কিছুটা চ্যালেঞ্জিং বলে মনে করছেন আল আমিন।
ডানহাতি এই পেসার বলেন, 'চ্যালেঞ্জ একটু বলতে পারেন। কারণ এই ধরণের উইকেটে সচরাচর খেলা হয়নি। আপনি এমন উইকেটে খেললে প্রথম দুই-তিনটা ম্যাচ একটু সমস্যায় পড়বেন। এরপর আপনার মাথা খুলতে থাকবে এবং আপনি প্রস্তুতি নেবেন এই ধরণের উইকেটে কীভাবে বোলিং করা যায় সেটার।
এটা জাতীয় দলে খেললে অনেক সাহায্য করবে। অনেক সময় ট্রু উইকেট থাকে। এখানে প্রস্তুতি নিলে পরবর্তীতে ট্রু উইকেটে কীভাবে বোলিং করা যায়, মানিয়ে নেয়া যায়; সেটা কাজে লাগানো যাবে।'