promotional_ad

মেলবোর্নে দ্বিতীয় দিনও অস্ট্রেলিয়ার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টে দাপট দেখিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের সেঞ্চুরির পর বল হাতে প্যাট কামিন্স এবং জেমন্স প্যাটিনসনের দুর্দান্ত সূচনায় দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।


মেলবোর্নে দ্বিতীয় দিনের শেষ সেশনে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৭ রান দলের খাতায় যোগ করে অলআউট হয়েছে অজিরা। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৮ ওভার খেলতেই ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৪ রান নেয়া কিউইরা ৪২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে।


টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া অজিরা প্রথম দিনও দাপট দেখিয়েছে। মার্নাস ল্যাবুশানে এবং স্টিভেন স্মিথের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটের বিনিময়ে ২৫৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম সেশনেই উইকেট হারায় তারা।


৭৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করা স্মিথ শুরুতেই সাজঘরের পথ ধরেন। ২৪২ বলে ৮৫ রানের ইনিংস খেলে আউট হন এই ডানহাতি। দলের রান বাড়াতে থাকেন প্রথম দিনে ২৫ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড এবং নতুন ব্যাটসম্যান হিসেবে নামা অজি অধিনায়ক টিম পেইন।



promotional_ad

১০৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন হেড। পেইন হাফ সেঞ্চুরি করেন ৭২ বলে। এই দুইজনের জুটিতে দিনের দ্বিতীয় সেশন শেষ করে অস্ট্রেলিয়া। তৃতীয় সেশনের শুরুতেই নেইল ওয়েগনারের রিভিউতে এলবিডাব্লিউ হয়ে ৭৯ রানে ফেরেন পেইন। ভাঙ্গে হেড-পেইনের ১৫১ রানের জুটি।


অধিনায়কের বিদায়ের পর মিচেল স্টার্কও ফিরে যান দ্রুত। প্যাটিনসনকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন হেড। সেঞ্চুরি করে ইনিংস বড় করতে পারেননি তিনি, ১১৪ রানেই সাজঘরের পথ ধরেন বাঁহাতি এই ব্যাটসম্যান।


শেষের দিকের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মাঝেই ছিলেন। শেষ পর্যন্ত ১৫৫.১ ওভার খেলে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম সেশন। নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট তুলে নেন ওয়েগনার। তিনটি উইকেট নেন টিম সাউদি।


নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারেই উইকেট হারায় কিউইরা। টম ব্লান্ডেলকে ১৪ রানেই সাজঘরের পথ দেখান প্যাট কামিন্স। এরপর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে মাত্র ৯ রানেই ফিরিয়ে দেন প্যাটিনসন। ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন ওপেনার টম লাথাম।


অল্পের জন্য উইকেট খুইয়ে দিতেন অভিজ্ঞ রস টেলরও। প্যাটিনসনের এলবিডাব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দিলে চ্যালেঞ্জ জানান টেলর। রিভিউ নিয়ে বাঁচেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন তিনি।



সংক্ষিপ্ত স্কোরঃ


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ১৫৫.১ ওভারে ৪৬৭/১০ (হেড ১১৪, স্মিথ ৮৫; ওয়েগনার ৪/৮৩, সাউদি ৩/১০৩)।


নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ১৮ ওভারে ৪৪/২ (লাথাম ৯*, টেলর ২*; কামিন্স ১/৮, প্যাটিনসন ১/৯)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball