promotional_ad

টেস্ট খেলার পরীক্ষা টি-টোয়েন্টি সিরিজ দিয়ে

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের পাকিস্তান সফর হবে কি হবে না; এখন আর সেই আলোচনা নেই। টি-টোয়েন্টি নাকি টেস্ট সিরিজ, নাকি শেষ পর্যন্ত দুটি সিরিজই খেলবে বাংলাদেশ- ধোঁয়াশা এখন এ নিয়ে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেবল টি-টোয়েন্টি খেলার কথা পাকিস্তানকে জানিয়ে রেখেছে। টেস্ট সিরিজটা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ।


বিপত্তিটা এখানেই। বাংলাদেশের এমন প্রস্তাবে রাজী নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিবির কাছে চেয়েও যৌক্তিক উত্তর না পাওয়ায় সোমবার পিসিবির চেয়ারম্যান এহসান মানি জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ যেই হোক; পাকিস্তানের ম্যাচ পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। নিজেদের এমন সিদ্ধান্তের কথা বিসিবিকেও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পিসিবি।


পিসিবির এমন সিদ্ধান্তের পর আলোচনায় বসতেই হচ্ছে বিসিবিকে। সেটাই চলছে এখন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিতে। নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার অপেক্ষায় বিসিবি। যদিও কদিন আগে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব পাঠানো হয়েছিল, আপাতত সেই জায়গা থেকে সরে এসেছে বিসিবি।



promotional_ad

টি-টোয়েন্টি সিরিজ খেলার পর যদি পরিস্থিতি স্বাভাবিক মনে হয়, তাহলে টেস্ট সিরিজও পাকিস্তানের মাটিতে খেলার সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। অর্থাৎ, টি-টোয়েন্টি সিরিজকে বিবেচনা করা হচ্ছে টেস্ট সিরিজ খেলার পরিস্থিতি বিবেচনার উপকরণ হিসেবে।


এ নিয়ে মঙ্গলবার নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘পাকিস্তানের যে অবস্থা, তাতে তারা তো চাইবেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরো মাত্রায় ফিরে আসুক। সেই চিন্তা থেকেই তারা হয়তো ওই ধরনের কথা বলেছেন। কিন্তু আপনারা জানেন যে ম্যাচ পরিবেশের একটা ব্যাপার আছে। আবার ম্যাচের সাথে সম্পৃক্ত আমাদের যে খেলোয়াড় আছে, টিম ম্যানেজমেন্ট আছে; বেশির ভাগ সদস্য দেশের বাইরের, বিদেশি কোচিং স্টাফ।’


সবার সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘আরও যারা সম্পৃক্ত আছেন, সবার সাথে আলোচনা করে লম্বা সময় থাকার (পাকিস্তানে) ব্যাপারে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। এ জন্যই আমাদের প্রাথমিক প্রস্তাবটা হচ্ছে, আমরা যদি সীমিত সময়ের জন্য তিনটি টি-টোয়েন্টি খেলে আসতে পারি; তাহলে সবাই পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারবে। এই চিন্তা-ভাবনা থেকেই আমাদের এই প্রস্তাবটা দেওয়া।’


কোন কোন ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজ হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। পিসিবি চায় দুটি ভেন্যুতে সিরিজটি আয়োজন করতে। কিন্তু নিরাপত্তার কথা ভেবে বিসিবির চাওয়া, একটি ভেন্যুতে আয়োজন করা হোক ম্যাচ তিনটি। নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মুভমেন্ট এবং সেখানে থাকার স্থায়িত্বের কথা চিন্তা করে একটা ভেন্যুর কথাই প্রস্তাব করা হয়েছে। তবে কোন ভেন্যু, সেটা নির্দিষ্ট করে বলা হয়নি।’ 



বাংলাদেশের এই সফরের আগে কিছু প্রশ্ন উঠেই যাচ্ছে। অতি নিরাপত্তা নাকি নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানে যাওয়ার আগে এভাবে ভাবছে বিসিবি? বিসিবির প্রধান নির্বাহীর কথায় দুটোই মনে হতে পারে। কারণ বলা হচ্ছে, টি-টোয়েন্টি সিরিজ খেলে পরিস্থিতি বোঝার চেষ্টা করবে বিসিবি। আবার একইসঙ্গে মনে করিয়ে দেয়া হচ্ছে, অতি নিরাপত্তা থাকলে ম্যাচ খেলার পরিবেশ সেভাবে থাকে না।


এর বাইরেও প্রশ্ন থেকে যাচ্ছে। ক??রণ যে কারণে পাকিস্তানে টেস্ট খেলতে চায় না বাংলাদেশ, সেই একই কারণে তো টি-টোয়েন্টি দলও তো পাঠানো উচিত নয়। টি-টোয়েন্টি দল নিয়ে তাহলে কি এক প্রকার ঝুঁকি নেয়া হচ্ছে না?



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball