promotional_ad

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা একাদশে সাকিব

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশে অধিনায়ক হিসেবে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে রেখেছে সিএ।


ভারতের ৩ জন, দক্ষিণ আফ্রিকার ২ জন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ১ জন করে ক্রিকেটার নিয়ে গত এক দশকের সেরা একাদশ সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


ওপেনার হিসেবে ভারতের রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে রেখেছে তারা। তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই একাদশে জায়গা হয়েছে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির।



promotional_ad

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স রয়েছেন এই একাদশে। মিডল অর্ডারের দায়িত্ব পালন করবেন তিনি। একমাত্র অলরাউন্ডার হিসেবে সাকিবকে রেখেছে তারা।


২০১০ সাল থেকে এখন পর্যন্ত ১৩১টি ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ৩৮.৮৭ গড়ে ৪ হাজার ২৭৬ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বল হাতে ৩০.১৫ গড়ে ১৭৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। গত এক দশকে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব।


দ্রুত রান তুলতে ছয় নম্বরে ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান জস বাটলারকে রেখেছে তারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ধোনি রয়েছেন একাদশে। লেগ স্পিনার হিসেবে আফগানিস্তানের রশিদ খানকে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


একাদশে একমাত্র অস্ট্রেলিয়ান হিসেবে রয়েছেন মিচেল স্টার্ক। এছাড়া নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাও রয়েছেন ক্রিকেটার অস্ট্রেলিয়ার এই একাদশে। এই তিন জন পেস বোলিং বিভাগের দায়িত্ব পালন করবেন।     



ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা ওয়ানডে দলঃ রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball