promotional_ad

পয়েন্ট টেবিল একটু জমিয়ে দিলামঃ শুভ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা পর্বে উড়ন্ত সূচনার পর চট্টগ্রামে পর্বের শুরুটাও দারুণ ছিল খুলনা টাইগার্সের। টানা তিন ম্যাচে জিতে টেবিলের শীর্ষ ওঠে খুলনা। কিন্তু চট্টগ্রামে নিজেদের শেষ দুটি ম্যাচে হোঁচট খেয়েছে মুশফিকুর রহিমের দল। 


খুলনার দুই হারে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। তিন নম্বরে থেকে ২৭ ডিসেম্বর ঢাকা পর্ব শুরু করবে খুলনা। পিছিয়ে পড়লেও খুলনার ব্যাটসম্যান শামসুর রহমান শুভ মনে করেন, পয়েন্ট টেবিল না জমলে টুর্নামেন্টে রোমাঞ্চ থাকে না। 


রাজশাহী রয়্যালসের বিপক্ষে প্রথম দেখায় জয় পেয়েছিল খুলনা। ফিরতি দেখায় রাজশাহীর দলীয় পারফরম্যান্সের সামনে দাঁড়াতে পারেনি মুশফিকবাহিনী। খুলনার হয়ে এই ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছেন শামসুর রহমান।



promotional_ad

তার হাফ সেঞ্চুরির ওপর ভর করে ১৪৫ রানের পুঁজি পায় খুলনা। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আসা শামসুর পয়েন্ট টেবিল নিয়ে বলেন, ‘পয়েন্ট টেবিল না জমলে টুর্নামেন্ট মজা লাগবে না। একটু জমিয়ে দিলাম, একটু খেললাম এই আর কি।’


টপ অর্ডার ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও খুলনার হয়ে মিডল অর্ডারে খেলতে হচ্ছে শামসুরকে। দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলতে রাজি অভিজ্ঞ এই ক্রিকেটার। জানিয়েছেন, অনুশীলনে নিজেকে এভাবেই প্রস্তুত করেন তিনি।


শামসুর রহমান আরও বলেন, ‘আমি এমন একজন খেলোয়াড় যে, ছোটবেলা থেকেই কোচের কাছ থেকে শিখেছি দলের প্রয়োজনে যেকোনো জায়গায় কীভাবে ব্যাটিং করতে হয়। অনুশীলনেও চেষ্টা করি ওই পরস্থিতি বানিয়ে খেলার। এই সময় নামলে এমন হতে পারে, এভাবেই প্রস্তুতি নিই। যেহেতু আমি টপ অর্ডার, তো অবশ্যই ওইখানে খেলতে পারলে ভালো লাগবে।’


টানা দুই ম্যাচ হারলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী খুলনা। ঢাকায় ফিরে পরের ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা করবে দল। তবে মোমেন্টাম ফেরাতে একটি জয়ই যথেষ্ট বলে মনে করছেন শামসুর। টুর্নামেন্ট যেভাবে শুরু করেছিলেন, সেভাবেই শেষ করার কথা তাঁর মুখে।



শুভ বলেন, `এখনও কোনো পরিকল্পনা হয়নি। যেহেতু আমাদের পরের খেলা ২৭ এবং ২৮ ডিসেম্বর। তার আগে আমরা বসবো, পরিকল্পনা করবো। এটা হয় ক্রিকেটে। আমরা খুব ভালো শুরু করেছি। একটা সময় আপনি হারবেন একটা সময় আপনি জিতবেন।'


`টি-টোয়েন্টি মমেন্টামের খেলা। যেটা শেষ দুই ম্যাচে ৪০ ওভারে পারিনি, না ব্যাটিংয়ে না বোলিংয়ে। যত দ্রুত সম্ভব মমেন্টামটা নিজেদের দিকে আনতে পারি তাহলে যেভাবে শুরু করেছিলাম ওইভাবে টুর্নামেন্ট শেষ করতে পারবো।' শুভ আরও যোগ করেন।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball